loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চার ম্যাচ নিষিদ্ধ হলেন ডি মারিয়া


চার ম্যাচ নিষিদ্ধ হলেন ডি মারিয়া

কয়েকদিন আগে ফরাসি লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও অলিম্পিক মার্সেইয়ের ম্যাচে মারামারির ঘটনার জেরে অ্যাঞ্জেল ডি মারিয়াকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি লিগ কর্তৃপক্ষ। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গত ১৪ সেপ্টেম্বর ঘরের মাঠে মার্সেইয়ের কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি। ম্যাচের অন্তিম সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন দু’দলের খেলোয়াড়রা। ফলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারসহ পিএসজি’র তিনজন এবং মার্সেইয়ের দুই ফুটবলারকে দেখানো হয় লাল কার্ড। পরে পাঁচজন ফুটবলারের সবাইকে এক থেকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

ম্যাচ শেষে মার্সেই কোচ আন্দ্রেভিয়াস বোয়াস অবশ্য জানিয়েছিলেন, মারামারির ঘটনার আগে তাঁর দলের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজকে থুতু মেরেছেন ডি মারিয়া। বোয়াসের অভিযোগের প্রেক্ষিতে বুধবার লিগের শৃঙ্খলা কমিটি ডেকে পাঠায় ৩২ বছর বয়সী তারকাকে। এরপর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘোষণা এলো। কিন্তু শাস্তি দেওয়ার কারণ হিসেবে থুতু দেওয়া বা অন্য কোনো কিছুর উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

ডি মারিয়ার নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে। ফলে, আগামী রোববার রাসের বিপক্ষে খেলতে কোনো বাধা নেই তাঁর। অবশ্য এরপর অঁজি, নিম, দিজোঁ ও নঁতের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

যে আলভারোকে থুতু দেওয়ার অভিযোগ আনা হয়েছে ডি মারিয়ার বিরুদ্ধে, তাঁর মাথায়ই আঘাত করে সেদিন সরাসরি লালকার্ড দেখেছিলেন নেইমার। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়ই অবশ্য ফোর্থ অফিসিয়ালের কাছে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন সেলেকাও ফরোয়ার্ড। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, স্প্যানিশ ডিফেন্ডার আলভারো তাঁকে ‘বানর’ বলেছেন।

ফরাসি লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া নেইমারের করা অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে। আগামী ৩০ সেপ্টেম্বর শৃঙ্খলা কমিটির সভায় এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Loading...