loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ব্ল্যাক হোল গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


ব্ল্যাক হোল গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ব্ল্যাক হোল বিষয়ে গবেষণার জন্য মঙ্গলবার (৬ অক্টোবর) ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানির রেইনহার্ড গেন্জেল এবং যুক্তরাষ্ট্রের আন্দ্রে গেজ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল কমিটি বলেছে, মহাবিশ্বের এক অতি বিচিত্র ঘটনা, ব্ল্যাক হোল-সম্পর্কিত আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন তাঁরা। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

জুরি বোর্ড জানায়, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৮৯ বছর বয়সী পেনরোজ দেখিয়েছেন, ‘সাধারণ আপেক্ষিক তত্ত্বটি কৃষ্ণগহ্বরের গঠনের দিকে পরিচালিত করে’। অন্যদিকে ৬৮ বছর বয়সী গেন্জেল এবং ৫৫ বছরের গেজকে যৌথভাবে পুরস্কৃত করা হবে ‘সৌরজগতে একটি অদৃশ্য এবং অত্যন্ত ভারী বস্তু আমাদের ছায়াপথের কেন্দ্রে তারার কক্ষপথ নিয়ন্ত্রণ করে’, তা আবিষ্কারের জন্য।

১৯০১ সাল থেকে প্রথম নোবেল পুরস্কার প্রদানের পরে আন্দ্রে গেজ পদার্থবিজ্ঞানে পুরস্কারপ্রাপ্ত চতুর্থ নারী। 

পেনরোজ গাণিতিক মডেলিং ব্যবহার করে প্রমাণ করেছেন, ব্ল্যাক হোল গঠন করতে পারে এমন একটি সত্ত্বা, যা দিয়ে এমনকি আলোও যেতে পারে না। 

গেন্জেল এবং গেজ ১৯৯০-এর দশকের প্রথম দিক থেকে ছায়াপথের কেন্দ্রে স্যাজিটেরিয়াস এ নামের একটি অঞ্চলকে কেন্দ্র করে গবেষণার নেতৃত্ব দিয়েছেন। বিশ্বের বৃহত্তম দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে তাঁরা একটি অত্যন্ত ভারী, অদৃশ্য বস্তু আবিষ্কার করেছেন – যা আমাদের সূর্যের ভরের চেয়ে প্রায় ৪০ লাখ গুণ বেশি এবং এটি পারিপার্শ্বিক নক্ষত্রগুলোকে টেনে আনে এবং আমাদের ছায়াপথকে এর বৈশিষ্ট্যপূর্ণ ঘূর্ণন প্রদান করে।

এই তিনজন পুরস্কার হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলার, ৯ লাখ ৫০ হাজার ইউরো) ভাগাভাগি করবেন, যার অর্ধেক পেনরোজে এবং বাকি অর্ধেক যৌথভাবে গেন্জেল ও গেজ পাবেন।

গত বছর এই সম্মান কানাডিয়ান-মার্কিন বিশ্বতত্ত্ববিদ জেম্স পিবল্স এবং সুইস জ্যোতির্বিজ্ঞানী মাইকেল মেয়ার এবং দিদিয়ের কয়েলোজের পেয়েছিলেন। তাঁদের গবেষণা মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে উপলব্ধি বাড়িয়ে তোলে।

পিবল্স দেখিয়েছিলেন যে, মহাবিশ্বের বেশিরভাগই ‘অজানা পদার্থ এবং অন্ধকার শক্তি’ নিয়ে গঠিত।

এ-বছর নোবেল-মৌসুম শুরু হয়েছে গত সোমবার থেকে। হেপাটাইটিস সি ভাইরাস-সম্পর্কিত আবিষ্কারের জন্য ব্রিটেনের মাইকেল হিউটনের সঙ্গে যুক্তরাষ্ট্রের হার্ভে অল্টার এবং চার্লস রাইসকে এবার  চিকিৎসা বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুযায়ী ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর তাঁর মৃত্যুবার্ষিকীর দিনে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। এ-বছর কারোনাভাইরাস মহামারির কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর পরিবর্তে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিজয়ীরা নিজনিজ দেশে তাঁদের পুরস্কার গ্রহণ করবেন।

Loading...