loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফরাসি ওপেনের ফাইনালে নাদাল-জোকোভিচ


ফরাসি ওপেনের ফাইনালে নাদাল-জোকোভিচ

প্রথম দুই সেটে সহজেই জিতেছিলেন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে স্টেফানোস সিত্সিপাসকে হারানোর একদম কাছে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু গ্রিস তরুণ সিত্সিপাস এরপর ঘুরে দাঁড়নোর দারুণ প্রত্যয় দেখান। পরের দুই সেট জিতে সমতায় চলে আসেন তিনি। যদিও অভিজ্ঞ জোকোভিচের কাছে শেষ পর্যন্ত পেরে উঠা হয়নি তাঁর।

শুক্রবার (৯ অক্টােবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে প্যারিসের রোল্যাঁ গ্যারোঁতে ফরাসি ওপেনের পুরুষ এককের সেমিফাইনালে প্রায় সাড়ে চার ঘন্টার লড়াইয়ে সিত্সিপাসকে হারিয়েছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। ম্যাচটি ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ গেমে জিতে ফাইনালে রাফায়েল নাদালের প্রতিপক্ষ হয়েছেন তিনি। রোববার (১১ অক্টােবর) ফাইনালে লড়বেন বর্তমান সময়ের সেরা দুই তারকা।

প্রথম দুই সেটে দাপুটে জয়ের পরে তৃতীয় সেটেও এক পর্যায়ে ৫-৪ ব্যবধান ছিল জোকোভিচের। ম্যাচ জেতার খুব কাছেই চলে গিয়েছিলেন। কিন্তু তাঁর কিছুটা ভুলে সুযোগ করে নেন সিত্সিপাস। ২২ বছর বয়সী এই তরুণ খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে ওই সেট জেতেন। পরের সেটেও উদ্যম নিয়ে জোকাভিচকে ৬-৪ ব্যবধানে হারিয়ে সমতায় আসেন।

তবে, সময় যত গড়াচ্ছিল ততই ক্লান্ত হচ্ছিলেন সিত্সিপাস। আর এতেই অভিজ্ঞ জোকাভিচের জয়ের পথ প্রশস্ত হয়ে যায়। শেষ দানে জোকোভিচ ম্যাচ জিতে নেন সহজেই।

Loading...