loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

রোম চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে


রোম চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে

করোনাভাইরাস মহামারি সত্ত্বেও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একজন জাজম্যানের স্বপ্ন নিয়ে পিক্সার অ্যানিমেটেড ছবি ‘সোউল’ প্রদর্শনের মধ্য দিয়ে রোম চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

গত মাসে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো থিয়েটার হলের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে দর্শকদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য। এছাড়া, দর্শকদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং খুবই অল্প-সংখ্যক দর্শকের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

উৎসবের পরিচালক আন্তোনিও মন্ডা ডেইলি ইল মেসাজেরোর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, সবকিছুর চেয়ে সকলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ইতালির সংস্কৃতিমন্ত্রী দারিও ফ্রান্চেজকিনি যোগ দেন এবং ইতালিয়ান অভিনেতাদের অভিনীত ‘সোউল’ ছবিটি প্রদর্শিত হয়। গত সপ্তাহে লন্ডন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল।

পঞ্চদশ রোম চলচ্চিত্র উৎসব শেষ হবে ২৫ অক্টোবর।

Loading...