loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্টে মূল্যায়ন


মাধ্যমিকে বার্ষিক পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্টে মূল্যায়ন

৩০ দিনের মধ্যে শেষ করা যায় – মাধ্যমিক পর্যায়ে এমন সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে এ-বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার অনলাইন সংবাদ সম্মেলন তিনি এ-তথ্য জানান।

তিনি বলেন, ৩০ কর্মদিবসের একটি পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইমেন্ট (অর্পিত কাজ) নেওয়া হবে। এর মাধ্যমে তাঁদের মূল্যায়ন করা হবে। প্রতি সপ্তাহে অ্যাসাইমেন্ট জমা নেওয়া হবে। এখানে ফলাফলের কোনো বিষয় নেই। কোনো মার্কিং হবে না, গ্রেডিং করা হবে না। 

কোভিড-১৯ পরিস্থিতিতে গ্রেডিং করলে বাচ্চাদের উপর চাপ বাড়বে। ৩০ কর্মদিবসে কতটুকু পড়তে হবে – সেটা ঠিক করে দেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। অনলাইনে অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হতে পারে, অথবা স্বাস্থ্যবিধি মেনে সরাসরিও হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, টিভি ক্লাসে পাঠ্যসূচি জানিয়ে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঠ্যসূচি দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পৌঁছে দেওয়া হবে।

Loading...