loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

নারী আইপিএল-এ ভালো খেলতে চান সালমা-জাহানারা


নারী আইপিএল-এ ভালো খেলতে চান সালমা-জাহানারা

নারী আইপিএলখ্যাত ভারতের উইমেন্স টি-২০ চ্যালেঞ্জে অংশ নিতে যাওয়া বাংলাদেশের দুইজন নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম নিজ নিজ দলের জয়ে ভূমিকা রাখতে আশাবাদী। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই টুর্নামেন্টের আয়োজক।

মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমকে সালমা বলেন, ‘আইপিএলে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি খুবই খুশি। এমন বড় এক টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সুতরাং আমি অবশ্যই নিজের দক্ষতা প্রমাণের চেষ্টা করবো।’

জাহানারা বলেন, ‘আইপিএল একটি বড় মঞ্চ। আমি মনে করি না সবার এখানে খেলার সুযোগ হয়। আমি এমন সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। নিজের সেরাটা দেখানোর জন্য এটি একটি বড় সুযোগ। সেখানে বিশ্বসেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। আশা করি, সেখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আমি আমার দেশে এসে সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে পারবো। এমন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কয়েক ধাপ এগিয়ে যাবে বলে আমি আশা করছি।’

টুর্নামেন্টে জাহানারা ভেলোসিটির হয়ে এবং অল রাউন্ডার সালমা খাতুন ট্রেইলব্লেজার্সের হয়ে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে বিসিসিআই। আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের অপর ক্লাবটি হলো – সুপারনোভাস। উদ্বোধনী ম্যাচে ভেলোসিটির মোকাবেলা করবে সুপারনোভাস।

টুর্নামেন্টে সালমা প্রথম অংশগ্রহণ করলেও দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছেন জাহানারা। গত আসরেও অংশগ্রহণ করেছিলেন তিনি। 

তিন দলের সিঙ্গেল লিগের এই টুর্নামেন্ট শেষ হবে ৯ নভেম্বর।

টুর্নামেন্টে অংশ নিতে বুধবার (২১ অক্টোবর) দেশ ছাড়ছেন সালমা ও জাহানারা। এর আগে দুইজনকেই কোভিড-১৯ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে।

সালমা বলেন, ‘আইপিএলকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছি। আমি এখানেই অনুশীলন করেছি। জিমে কাজ করার পাশাপাশি রানিং ও ফিটনেস নিয়ে কাজ করেছি। ফ্লাড লাইটে অনুশীলনেরও সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ,যেটি বেশ ভালো কাজ দেবে। প্রস্তুতি মোটামুটি ভালো।’

জাহানারা বলেন, ‘দ্বিতীয়বারের মতো আমি আইপিএল-এ খেলতে যাচ্ছি। ফের ভেলোসিটির হয়ে খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এবার আমি আগের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। নিজ উদ্যোগে আমি দলীয় জয়ে ভূমিকা রাখার চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিসিবি আমাদের যে-সুযোগ করে দিয়েছে – তা সত্যিই ভালো। অনুশীলনের জন্য তাঁরা দু’টি ফ্লাড লাইট দিয়েছে, কোচ দিয়েছে। মাহবুব আলী জাকি স্যারের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আশা করি আইপিএল-এ আমি এইসব শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারবো।’

Loading...