loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চলছে বিশ্বের সর্ববৃহৎ ভার্চুয়াল সম্মেলন ক্যারিয়ার কনফারেন্স ২০২০


চলছে বিশ্বের সর্ববৃহৎ ভার্চুয়াল সম্মেলন ক্যারিয়ার কনফারেন্স ২০২০

গত ১৩ অক্টোবর শুরু হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ভার্চুয়াল সম্মেলন ‘ক্যারিয়ার কনফারেন্স ২০২০’।  ইতোমধ্যে ১১ দিন পার হয়েছে বিশাল এই আয়োজনের।টানা ৬৪ দিন এই সম্মেলন চলবে বিভিন্ন বিষয়ের উপর। আয়োজক সূত্র জানিয়েছে, বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে প্রায় ৫০০ এর মতো বরেণ্য বক্তা এবারের সম্মেলনে কথা বলবেন।

পুরোপুরি অনলাইন প্লাটফর্মে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলা ভাষাভাষী সকলেই এই আয়োজনের সাথে সংযুক্ত হতে পারছেন। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সম্মেলনটি দেখা যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম-এর ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১১ দিনে প্রায় ৬৭ জন বক্তা সম্মেলনে কথা বলেছেন এবং প্রায় পাঁচ লাখের বেশি মানুষ এতে সম্পৃক্ত হয়েছেন দর্শক হিসাবে।

এই ১১ দিনে ডিজিটাল এজুকেশন, ই-কমার্স বিজনেস, গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার, ইন্টারনেট অফ থিংস, উইমেন ই-কমার্স, এগ্রো-টেক ইনোভেশন, ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার, ইন্ডাস্ট্রিয়াল জব, টুরিজম খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা কথা বলেছেন। তবে, শুধু আলোচনার মধ্যেই সম্মেলন থেমে থাকছে না, নতুন উদ্যোক্তাদের জন্য বক্তারা পথও দেখিয়ে দিচ্ছেন।

সম্মেলনের আগামী দিনগুলোতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন – হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস প্ল্যানিং, কন্টেন্ট রাইটিং-এর ভবিষ্যৎ, গেমিং ইন্ডাস্ট্রি, তথ্যপ্রযুক্তি ব্যবসা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে জানানো হয়েছে, কনফারেন্সে যেকেউ ফ্রি অংশগ্রহণ করতে পারবেন। তবে, সকল আপডেট পেতে অংশগ্রহণকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।

আয়োজনে সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে ডিজিটাল সার্টিফিকেট। এই সম্মেলনের আরও বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে প্রবেশ করে: https://bif.org.bd

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...