loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সাকিবের নিরাপত্তা রক্ষায় গানম্যান নিযুক্ত


সাকিবের নিরাপত্তা রক্ষায় গানম্যান নিযুক্ত

হত্যার হুমকি আসায় সশস্ত্র নিরাপত্তারক্ষী (গানম্যান) পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। তাই নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেওয়া হলো।

ঘটনাটি উদ্বেগজনক উল্লেখ করে নিজামউদ্দিন আরও বলেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এ-জাতীয় বিষয় কখনই কাম্য হতে পারে না। আমরা বিষয়টি জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তাঁরা ব্যবস্থা নিচ্ছেন।’

সিলেট সদর উপজেলার শাহপুরের তালুকদারপাড়া এলাকা থেকে মহসিন তালুকদার নামে এক ব্যক্তি গত ১৫ নভেম্বর রাত ১২ টার পরে ফেইসবুক লাইভ ভিডিওতে এসে সাকিবকে হত্যার হুমকি দেন। গত বৃহস্পতিবার ভারতের কলকাতায় একটি পূজামন্ডপে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ছবি ছাপা হওয়ায় তাঁকে ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

পরে এক ভিডিও লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব। সাকিব জানান, তিনি কোনো পূজামন্ডপ উদ্বোধন করেননি। তবে, লাইভে ক্ষমা চেয়েছেন তিনি।

যাহোক, বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে মহসিনকে গ্রেফতার করেছে।

Loading...