loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

স্পেরেভকে হারিয়ে এটিপি ফাইনালে সেমিফাইনালে জকোভিচ


স্পেরেভকে হারিয়ে এটিপি ফাইনালে সেমিফাইনালে জকোভিচ

আলেক্সান্ডার স্পেরেভকে পরাজিত করে এটিপি টুর ফাইনালের শেষ চারে উঠেছেন নোভাক জকোভিচ। ফলে, বছরের শেষ এই ইভেন্টে রজার ফেদেরারের রেকর্ড ছয়টি শিরোপা স্পর্শের পথে আরও এগিয়ে গেলেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা।

দ্বিতীয় রাউন্ড রবিন ম্যাচে ডানিল মেদভেদেভের কাছে পরাজিত হয়েছিলেন সার্বিয়ান এই শীর্ষ বাছাই। তবে, শুক্রবার (২০ নভেম্বর) লন্ডনের ও-টু এরিনাতে জার্মানির স্পেরেভকে পরাজিত করেছেন ৬-৩, ৭-৬ (৭/৪) গেমে। 

মেদভেদেভের চেয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন জকোভিচ। আজ শনিবার সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডোমিনিক টিম।

আরেক সেমিফাইনালে লড়বেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল ও মেদভেদেভ। আট জাতির এই বছর শেষের ইভেন্টে এখনো পর্যন্ত শিরোপা জিততে পারেননি স্প্যানিশ তারকা নাদাল।

টানা দ্বাদশবারের মতো এই আসর আয়োজন করছে ও-টু এরিনা। তবে এবারই শেষবারের মতো লন্ডনে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। মর্যাদাপূর্ণ এই আসর আগামী বছর থেকে তুরিনে হবে।

Loading...