loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিবের ৫,০০০ ও ৩০০ উইকেট


তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিবের ৫,০০০ ও ৩০০ উইকেট

টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় খেলোয়াড় হিসেবে পাঁচ হাজার রান সংগ্রহ ও ৩০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপের পঞ্চম ম্যাচে শনিবার (২৮ নভেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তিন রান করেন জেমকন খুলনার হয়ে খেলতে নামা সাকিব। এর ফলে টি-২০ ক্রিকেটে পাঁচ হাজার রান ক্লাবের সদস্য হলেন সাকিব। বল হাতে এই ফরম্যাটে আগে থেকেই সাকিবের ঝুলিতে ছিলো ৩৫৫ উইকেট। ফলে, বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন তিনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সাকিবের আগে এমন কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভো ব্যাট হাতে ৬,৩৩১ রান ও বল হাতে ৫১২ উইকেট এবং রাসেল ৫,৭২৮ রান ও ৩০০ উইকেট শিকার করেছেন।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ কাপের পঞ্চম ম্যাচের আগে সাকিবের ব্যাটিং পরিসংখ্যান ছিল ৩১০ ম্যাচের ২৮২ ইনিংসে ৪,৯৯৭ রান। পাঁচ হাজার ক্লাবের সদস্য হতে তাঁর তিন রান প্রয়োজন ছিল। প্রয়োজনীয় সংখ্যক রান করে বিশ্বের ৬৫তম ব্যাটসম্যান হিসেবে অনন্য মাইলকফলক স্পর্শ করলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

সাকিবের উইকেট সংখ্যা ৩০৪ ইনিংসে ৩৫৫।

টি-২০ ক্রিকেটে জাতীয় দল, বাংলাদেশ ‘এ’, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, ঢাকা গ্লাডিয়েটর্স, জেমকন খুলনা, খুলনা বিভাগ, অ্যাডিলেড স্টাইকার্স, বার্বাডোজ ট্রাইডেন্টস, ব্রাম্পটন উল্ভ্স, জ্যামাইকা তালাওয়াশ, করাচি কিংস, কলকাতা নাইট রাইডার্স, পেশোয়ার জালমি, সানরাজার্স হায়দারাবাদ ও ওরচেস্টাশায়ারের হয়ে খেলেছেন সাকিব।

Loading...