loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দেশে ২৪ ঘন্টায় করোনা-সংক্রমণ ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা


দেশে ২৪ ঘন্টায় করোনা-সংক্রমণ ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ২৬৯তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে; বেড়েছে সুস্থতার হার।

গত ২৪ ঘন্টায় করোনা-আক্রান্ত হয়ে ৩১ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ চারজন কম মৃত্যুবরণ করেছেন। এ-পর্যন্ত দেশে কোভিড-১৯ এ মৃত্যুবরণ করলেন ৬,৬৭৫ জন।

করোনা-শনাক্ত সাপেক্ষে আজ মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। গত ১৪ নভেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্যসমূহ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫,৫০১ জনের নমুনা পরীক্ষায় ২,২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২৩২ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫,৩৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২,৫২৫ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা সাপেক্ষে শনাক্তের হার ১৪.৭৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৬.৪৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১.৬৪ শতাংশ কম।

দেশে এ-পর্যন্ত ২৭ লাখ ৮৮ হাজার ২০২ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষা সাপেক্ষে শনাক্তের হার ১৬.৭৬ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৬.৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২,৫১৩ জন। দেশে এ-পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন। 

শনাক্ত সাপেক্ষে আজ সুস্থতার হার ৮২.০২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮১.৮৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার ০.১৩ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫,৯৬৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫,৫৬৫ জনের। গতকালের চেয়ে আজ ৪০৪টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। 

গত ২৪ ঘন্টায় দেশের ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৫০১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৫,৩৭২ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১২৯টি বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Loading...