loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

আমরা-বিজিএমইএ ইনোভেশন ল্যাব-এর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করলো


আমরা-বিজিএমইএ ইনোভেশন ল্যাব-এর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করলো

বাংলাদেশের প্রধান আরএমজি মেশিনারিজ ও ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান আমরা রিসোর্সেস লিমিটেড (এআরএল), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সাথে ‘বিজিএমইএ ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ‘বিজিএমইএ ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠার ফলে বাংলাদেশে প্রথমবারের মতো গার্মেন্টস প্রযুক্তির গবেষণয় এক নতুন দ্বার উন্মোচিত হবে।

সামাজিক দূরত্বের সকল নিয়মকানুন মেনে ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে ঢাকার গুলশানে বিজিএমইএ অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

চুক্তি অনুযায়ী, ফরাসি প্রতিষ্ঠান ল্যাক্ট্রা ও ‘আমরা’, ‘বিজিএমইএ ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠায় অংশীদারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে – যা ডিজিটালাইজেশন ও ইন্ডাস্ট্রি ৪.০ একত্রীকরণে আরএমজি ও টেক্সটাইল খাতে বড় ভূমিকা পালন করবে। এই ‘বিজিএমইএ ইনোভেশন ল্যাব’ গার্মেন্টস শিল্পের কাজে এক নতুন দিগন্তের সূচনা করবে। 

বিজিএমইএ-এর সভাপতি ড. রুবানা হক বলেন, “প্রত্যাশা করছি, সম্মিলিতভাবে আমরা সবচেয়ে ভালো একটি ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করতে পারবো, যা পরবর্তী সময়ে গার্মেন্টস খাতের উন্নয়নে সহায়ক হবে”।

আমরা কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ বলেন, “তথ্যপ্রযুক্তি অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে। আমাদের উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি। ‘আমরা’ বরাবরই বিজিএমইএ-এর নতুন উদ্ভাবনের প্রচেষ্টার সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে”।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি ড. রুবানা হক; বিজিএমইএ-এর সহ-সভাপতি আরশাদ জামান (দিপু); বিজিএমইএ-এর আরডিটিআই ও এসডিজি-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া; আমরা রিসোর্সেস লিমিটেড-এর সিওও সোহেল আহমেদ; আমরা নেটওয়ার্কস লিমিটেড-এর সিওও খালেদ আহমেদ নুর এবং আমরা রিসোর্সেস লিমিটেড-এর ডিজিএম শামীম মাসুদুল হক। 

আমরা কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ ও ল্যাক্ট্রা সিস্টেম্স-এর চ্যানেল ডিরেক্টর ডেভিড লেপ্রভোস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে ‘আমরা’র সহযোগিতায় ল্যাক্ট্রা, বিজিএমইএ-কে থ্রিডি প্যাটার্ন ড্রয়িং ও ডিজাইনের যাবতীয় হার্ডঅয়্যার ও সফ্টঅয়্যার সরবরাহ করবে। ‘আমরা’ ‘বিজিএমইএ ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা প্রদান করবে – যা দেশের তৈরী-পোশাক খাতকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশের অন্যতম সেরা প্রশিক্ষণ ও অনুশীলন কেন্দ্র হয়ে উঠবে।

Loading...