loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

টেস্টে ভারতের সর্বনিম্ন ৩৬ রান, অস্ট্রেলিয়ার সহজ জয়


টেস্টে ভারতের সর্বনিম্ন ৩৬ রান, অস্ট্রেলিয়ার সহজ জয়

গোলাপি বলের টেস্টে প্রথম দুইদিন ঠিকমতোই চলছিল ভারতের। প্রথম ইনিংসে ৫৩ রানে এগিয়েও পেয়ে গিয়েছিল দলটি। বলা বাহুল্য, এই টেস্ট ভারত যে হেরে যাবে তৃতীয় দিনেই – তা বোধ হয় কেউই  অনুমান করতে পারেননি।

অ্যাডিলেডে শনিবার (১৯ ডিসেম্বর) দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর স্বাগতিক দলের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান। দুই উইকেট হারিয়ে অনায়াসে ওই রান তুলে নিয়েছে টিম পেইনের দল। ফলে, চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। 

এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভিরাট কোহলি। কঠিন পরিস্থিতি, উইকেট বিবেচনায় প্রথম ইনিংসে খুব খারাপ খেলেননি তাঁরা। অধিনায়কের ৭৪ রানে ২৪৪ স্কোর করেছিল ভারত।স্বাগতিকরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৯১ রানে। একাধিকবার জীবন পাওয়া অধিনায়ক পেইন ৭৩ না করলে তাঁদের হয়তো থামতে হতো আরও আগেই। 

৫৩ রানে এগিয়ে গিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংস শুরু হয় ভারতের। ওপেনার পৃথ্বী শকে হারিয়ে দিন শেষ করার পর ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাঁদেরই। 

তবে, তৃতীয় দিনের শুরুতেই সব হিসাবনিকাশ বদলে দেন জস হ্যাজেলউড-প্যাট কামিন্স। গতি-বাউন্স ও ছোট ছোট ধারালো সুইংয়ের জবাব দিতে পারেননি ভারতের ব্যাট্সম্যানরা। মাত্র আট রানে পাঁচ উইকেট নেন হ্যাজেলউড। ২১ রানে চার উইকেট শিকার করেন কামিন্স।

দ্বিতীয় ইনিংসে ভারতের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। দ্রুত সময়ে উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ায় ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তাঁরা।

অন্যদিকে, ৯০ রান অতিক্রম করতে একটুও বেগ পেতে হয়নি অজিদের। দুই ওপেনার মিলেই করেছেন ৭০ রান। এরপর রান আউট হন ম্যাথু ওয়েড। ছয় রান করে আউট হন মার্নাস লাবুস্কাগ্নি। জো বার্নস ৫১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। 

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দুই দল।

Loading...