loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল মঙ্গলবার শুরু


ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল মঙ্গলবার শুরু

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)’র ব্যবস্থাপনা ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল। প্রথমবারের মতো এই আয়োজনে পাঁচ ডিসিপ্লিনে বিএসজেএ’র প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভাল উপলক্ষে সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন আয়োজক কমিটির সদস্য সচিব আরাফাত জুবায়ের। বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বিএসজেএ সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি ও আয়োজক কমিটির আহ্বায়ক এ কে এম আবু সাদাত।

পাঁচ ইভেন্টের (টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্যারম, দাবা ও ব্রিজ) প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য থাকছে ট্রফি ও অর্থ পুরস্কার। একজন করে নারী ও পুরুষ সেরা খেলেয়াড় নির্বাচিত হবেন সব ইভেন্টের নৈপুণ্যের ভিত্তিতে। এছাড়া, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বয়সের নিরিখে জ্যেষ্ঠ ২০জনকে (এই আসরে অংশ না নিলেও) পুরস্কৃত করা হবে। 

টিটি ও ব্যাডমিন্টন খেলার আগে সব অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুরো আসরে স্বাস্থ্যাবিধি সতর্কতার সঙ্গে অনুসরণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Loading...