loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

টাইগারদের শ্রীলংকা সফর আগামী এপ্রিলে হতে পারে


টাইগারদের শ্রীলংকা সফর আগামী এপ্রিলে হতে পারে

করোনাভাইরাস মহামারির কারণে ইতোমধ্যে দুইবার বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর স্থগিত হয়েছে। তবে আগামী এপ্রিলে জাতীয় দল শ্রীলংকা সফর করতে পারে বলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, আগামী এপ্রিলে সিরিজটি আয়োজনের প্রস্তাব শ্রীলংকার পক্ষ থেকেই এসেছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা শ্রীলংকা বোর্ডের সাথে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করছি। এবার এই প্রস্তাবটি শ্রীলংকা থেকে এসেছে। প্রথমবার আমাদের সাথে আলোচনা হয়েছিল, তবে সিরিজটি হয়নি। আমরা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী।’

গত জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি ছিল বাংলাদেশের, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ । কিন্তু মহামারির কারণে সফরটি স্থগিত হয়ে যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সফরটি আয়োজনে আলোচনা চালিয়ে যায় দুই দেশের ক্রিকেট বোর্ড।

অক্টোবর-নভেম্বরেও শ্রীলংকা সফরের কথা হয়েছিল, কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টিন ইসুতে শ্রীলংকা কঠোর অবস্থানে থাকায় সিরিজ আয়োজন ভেস্তে যায়। শ্রীলংকা বোর্ড চেয়েছিল ১৪ দিনের কোয়ারেন্টিন থাকার সময়ে হোটেলের বাইরে যেতে পারবে না বাংলাদেশ দল; এমনকি অনুশীলনও না। কিন্তু শ্রীলংকা বোর্ডের এমন কঠিন শর্তে রাজি হয়নি বাংলাদেশ।

যাহোক, সিরিজটি এখন পুনরায় আয়োজনের আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিলে কমপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলংকায় যেতে পারে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সিরিজটি আয়োজনের জন্য এপ্রিল মাসকে লক্ষ্য করা হয়েছে। এবার আমাদের জন্য একটি উপযুক্ত স্লট রয়েছে। আমরা সিরিজটি নিয়ে কাজ করছি এবং আমরা কমপক্ষে দু’টি টেস্ট খেলতে চেষ্টা করবো।’

Loading...