loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

দেশের বাজারে করোনা-প্রতিরোধী কেএন৯৫ মাস্ক


দেশের বাজারে করোনা-প্রতিরোধী কেএন৯৫ মাস্ক

করোনাভাইরাস প্রতিরোধী কেএন নাইন্টি ফাইভ (৯৫) মাস্ক দেশের বাজারে নিয়ে এসেছে চিকিৎসা-সরঞ্জাম উৎপাদন খাতের অন্যতম প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং। সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাস্ক বাজারজাতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্বাচিপ সভাপতি প্রফেসর ইকবাল আর্সলান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেএন ৯৫ মাস্কের কথা এতদিন শোনা গেলেও, এখন বিশ্বমানের কেএন নাইন্টি ফাইভ মাস্ক আমাদের হাতের নাগালে। কেএন৯৫ মাস্ক বাজারে আনার মাধ্যমে দেশে একটি ইতিহাস তৈরি করেছে জেএমআই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মেনে করোনা প্রতিরোধ করায় ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। চীনের উহানে যখন প্রথম কোভিড মহামারি শুরু হয়, তখন সেখানে সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা দিয়েছিল জেএমআই গ্রুপ।

বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল আর্সলান বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরুতে প্রস্তুতি অপর্যাপ্ত ছিল। তিনি বলেন, শতভাগ কেএন ৯৫ মাস্ক এতদিন আমদানি-নির্ভর ছিল, এখন জনগণের সেবায় তা সাশ্রয়ী মূল্যে দিচ্ছে জেএম আই। প্রতিষ্ঠানটির উদ্যমী ও দৃঢ় মনোবলের কারণে এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান বলেন, করোনাকালে জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিএনএ সলিউশন ল্যাবের মেশিনে প্রায় ১০ হাজার পুলিশ সদস্যের করোনা পরীক্ষা হয়েছে। সরবরাহ করা হয়েছে কোভিড-চিকিৎসার ওষুধপত্র।

জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, মাস্কটিতে রয়েছে পাঁচ স্তরের সুরক্ষা। এর মধ্যে তিন স্তরে থাকছে, সর্বাধুনিক প্রযুক্তির ফিল্টার পেপার। পরীক্ষামূলক উৎপাদন শেষে দেশ বিদেশের পরীক্ষাগারে মাস্কের মান ও যোগ্যতা পরীক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে আমদানি করা চীনা কেএন৯৫ মাস্ক দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকায়। ওই একই মানের মাস্ক ১০০ টাকায় বিক্রি করবে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

করোনাপ্রতিরোধী কেএন৯৫ কিংবা এফএফপিটুর মতো মাস্ক উৎপাদন হয় যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কিছু দেশে। বাংলাদেশে এসব মাস্ক উৎপাদনের কোনো মানদণ্ড না থাকায় চীনের নীতিমালা মেনে দেশে কেএন ৯৫ মানের মাস্ক উৎপাদন করেছে জেএমআই। প্রায় এক বছর গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন এই পণ্যটি তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

Loading...