loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

মার্কিন নারী ফুটবল অধিনায়ক মর্গান করোনা পজিটিভ


মার্কিন নারী ফুটবল অধিনায়ক মর্গান করোনা পজিটিভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের হয়ে দুইবারের বিশ্বকাপ শিরোপা জয়ী তারকা ফুটবলার অ্যালেক্স মর্গান। বুধবার (৬ জানুয়ারি) নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

এক টুইট বার্তায় ৩১ বছর বয়সী মর্গান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি ও আমার পরিবার করোনায় আক্রান্ত হয়েছি। আমরা মানসিকভাবে ভালো অবস্থায় আছি এবং আইসোলেশনে যাওয়ার পরে ভালোভাবেই সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি। মাঠে ফেরার জন্য আমি অবশ্যই যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা মেনে চলবো। পুরোপুরি সুস্থ হয়েই আমি মাঠে ফিরতে চাই। আশা করি, অচিরেই আমি মাঠে সতীর্থদের কাছে ফিরতে পারবো।’

লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সাবেক মিডফিল্ডার সার্ভান্দো ক্যারাসকোর সঙ্গে বিয়ে হয়েছে মর্গানের। চার্লি নামে সাত মাস বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে তাঁদের। এই পরিবারটি লন্ডন থেকে ক্যালিফোর্নিয়ায় ফিরেছে। 

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে নারী সুপার লিগের সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

মর্গান জানুয়ারির শেষ দিকে মার্কিন নারীদলের অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Loading...