loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

লা লিগায় মেসির দুই গোল, বার্সার জয়


লা লিগায় মেসির দুই গোল, বার্সার জয়

স্পেনের লিগে বিগত কয়েকটি ম্যাচের বিবর্ণ অবস্থার ইতি টেনে স্বরূপে ফিরলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা করলেন দুই গোল। তাঁর পাশাপাশি দ্যুতি ছড়িয়েছেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। শুরুতে পিছিয়ে পড়েও তাঁদের নৈপুণ্যে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে বার্সেলোনা।

বুধবার (৬ জানুয়ারি) রাতে সান মামেসে লা লিগার ম্যাচে ৩-২ গোলে জিতেছেন রোনাল্ড কোমানের শিষ্যরা। তিন বছর পরে অ্যাথলেটিককে তাঁদের মাঠেই পরাজিত করলো ক্লাবটি।

এদিন ইনাকি উইলিয়ামসের গোলে ম্যাচের তৃতীয় মিনিটে পিছিয়ে যায় বার্সা। সমতায় ফিরতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দলটিকে। চতুর্দশ মিনিটে হেড করে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত পেদ্রি।

গোল শোধ করে উজ্জীবিত হয়ে উঠা অতিথি দল এগিয়ে যায় ৩৮তম মিনিটে। পেদ্রির সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন ৩৩ বছর বয়সী মেসি। ডি-বক্সের ভেতর থেকে নিচু শটে তিনি জাল স্পর্শ করেন।

বিরতির আগে ব্যবধান আরও বাড়াতে পারতো বার্সা। তবে ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান ও মেসির ব্যর্থতায় তা সম্ভব হয়নি।

৫৪তম মিনিটে অ্যাথলেটিক গোলরক্ষককে পরাস্ত করেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তবে, অফসাইডের কারণে তাঁর গোলটি বাতিল হয়েছে। ছয় মিনিট পরে আরেকবার হতাশ হতে হয়েছে তাঁকে। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট পোস্টে লেগে মাঠের বাইরে চলে যায়।

তিন মিনিট পরে আর আটকানো যায়নি মেসিকে। গ্রিজমানের পাসে ব্যবধান ৩-১ করেন তিনি। বার্সা অধিনায়কের উঁচু শট পোস্টের নিচের দিকে লেগে জালে পৌঁছায়।

চলতি লা লিগায় মেসির এটি নবম গোল। তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। সমান-সংখ্যক গোল রয়েছে সেল্টা ভিগোর ইয়াগো আসপাস, অ্যাটলেটিকো মাদ্রিদের লুইস সুয়ারেজ ও ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনোর।

৭২তম মিনিটে হ্যাটট্রিক প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। কিন্তু, পেদ্রির পাসে তাঁর শট ফের বাধা পায় পোস্টে।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইকার মুনিয়াইনের দারুণ গোলে ব্যবধান কমায় স্বাগতিক ক্লাব। এতে অবশ্য দায় রয়েছে মেসির। নিজেদের সীমানায় তাঁর ভুলেই বল পেয়ে আক্রমণে এসেছিল বিলবাও।

যাহোক, শেষ পর্যন্ত জিতে মাঠে ছেড়েছে বার্সেলোনা। ফলে, লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ক্লাবটি। শিরোপা প্রত্যাশীদের অর্জন ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট।

সমান-সংখ্যক ম্যাচে খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো।

Loading...