loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

আবাহনীকে হারিয়ে ফেডারেশনের কাপের ফাইনালে বসুন্ধরা


আবাহনীকে হারিয়ে ফেডারেশনের কাপের ফাইনালে বসুন্ধরা

রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে বিদায় করে ফেডারেশনের কাপ ফুটবলের ফাইনালে উঠেছে শিরোপাধারী বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও আবাহনীকে ৩-১ গোল ব্যবধান পরাজিত করেছেন অস্কার ব্রুজোনের শিষ্যরা। রোববার (১০ জানুয়ারি) একই ভেনুতে হবে এবারের আসরের ফাইনাল। এতে সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা।

বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে আবাহনীকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফ্রান্সিস্কো তোরেস। দ্বিতীয়ার্ধের শুরুতে বসুন্ধরাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান জোনাথন। 

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে; সেখানে দ্বিতীয়ার্ধের শুরুতে বসুন্ধরার হয়ে গােল করেন আর্জেন্টাইন রাউল বেসেরা। পরে, ব্যবধান আরও বাড়ান জোনাথন।

আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচে ৩০তম মিনিটে গোল পেয়ে যায় আবাহনী। ডান প্রান্ত থেকে কের্ভেন্স বেলফোর্টের বাড়ানো বলে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন তোরেস। তবে প্রথমার্ধের অধিকাংশ সময়ে বলের নিয়ন্ত্রণ ছিল বসুন্ধরার।

পরে, ধারা বজায় রেখে ৫১তম মিনিটে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি। ডি-বক্সের বাইরে থেকে জোনাথনের বুলেট গতির শট বারে লেগে ভেতরে ঢুকে আবার ফিরে আসে। এরপর মুক্ত বলে হেড করে লক্ষ্য ভেদ করেন বেসেরা। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে, জোনাথনের শটেই বল গোললাইন অতিক্রম করেছে।

১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর ১০৯তম মিনিটে স্কোরলাইন ২-১ করেন বেসেরা। মাসুক মিয়া জনির থ্রু বল পেয়ে ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস করেন মতিন মিয়া; সেটি কাজে লাগিয়ে গোলপোস্টের কাছ থেকে জাল স্পর্শ করেন বেসেরা। এই আসরে এটি তাঁর চতুর্থ গোল। চার ম্যাচের প্রতিটিতেই গোল করলেন তিনি। 

পাঁচ মিনিট পরে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আবাহনী। জুয়েল রানার ক্রসে হেড করলেও বল লক্ষ্যে রাখতে পারেননি নাবিব নেওয়াজ জীবন। এর কিছু সময় পরই তৈরি হয় উত্তেজনা-নাটকীয়তা। এরপর ব্রাজিলিয়ান রবসনের পাস থেকে জোনাথানের গোলে টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠে কিংস।

Loading...