loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ওসাসুনার মাঠে পয়েন্ট হারিয়েছে রিয়াল


ওসাসুনার মাঠে পয়েন্ট হারিয়েছে রিয়াল

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রচণ্ড ঠাণ্ডার সঙ্গে তুষারপাতের বাধায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। স্বাভাবিক ফুটবল খেলতে না-পারা জিনেদিন জিদানের শিষ্যরা এসব প্রতিকূলতা সরিয়ে জিততে পারেনি। শনিবার (৯ জানুয়ারি) রাতে লা লিগার ম্যাচে রিয়াল-ওসাসুনা ম্যাচটি ড্র গোলশূন্য হয়েছে। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ হারিয়েছে শিরোপাধারী রিয়াল।

আবহাওয়া প্রতিকূল থাকায় স্বাভাবিক ফুটবল খেলার পরিস্থিতি ছিল না। বল দখল রাখলেও রিয়াল ভুগেছে সেখানেই। আন্ডারডগ ওসাসুনার গোলমুখে মাত্র একটি শট রাখতে পেরেছে ক্লাবটি। দলটির নেওয়া বাকি ৮-৯টি শট দিকভ্রান্ত হয়েছে।

তুষারপাতে আবৃত মাঠে বলার মতো সুযোগ প্রথম পেয়েছে স্বাগতিক দল। ৩০মিনিটে কর্নার থেকে ওসাসুনা ফরওয়ার্ডের হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্টোয়া।

বিরতির পরে গোলের সুযোগ এসেছিল রিয়ালের। ৪৯ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের কাছে চলে যান মার্কো আসেনসিও। তাঁর তীব্র শট ঠেকিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক।

এই ড্রয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের (১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট) পেছনেই রইলো ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট পাওয়া রিয়াল।  অন্য খেলায় গ্রানাডাকে ৪-০ গোলে পরাজিত করে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে মেসি-গ্রিজম্যনরা রয়েছেন তিন নম্বরে।

Loading...