loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসন করতে প্রস্তুত পেলোসি


ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসন করতে প্রস্তুত পেলোসি

মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি রোববার (১০ জানুয়ারি) বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টা চালিয়ে যাবেন। গত সপ্তাহে ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের ন্যাক্কারজনক হামলার পরে তাঁর প্রশাসনের শেষ দিনগুলোতে প্রেসিডেন্টকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে তিনি এই চেষ্টা চালাবেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় ডেমোক্রেট নেতা পেলোসি বলেছেন, সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অযোগ্য হিসেবে অভিহিত করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মন্ত্রিপরিষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি সোমবার প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব দেবেন।

পেলোসি বলেন, এই প্রস্তাবের ব্যাপারে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স সম্মত না-হলে ‘আমরা প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রক্রিয়া শুরু করবো।’ তিনি আরও বলেছেন, ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আমরা জরুরিভিত্তিতে কাজ করবো, কারণ এই প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব উভয় ক্ষেত্রের জন্য চরম হুমকি।’

জো বাইডেনকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ইউক্রেনের নেতাকে চাপ প্রয়োগের জন্য ২০১৯ সালের ডিসেম্বরে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এর আগে ট্রাম্পকে আরেকবার অভিশংসনের প্রচেষ্টা চালানো হয়েছিল। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের কারণে সে-যাত্রায় তিনি পার পেয়ে যান।

এদিকে নবনির্বাচিত জো বাইডেনের আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে।

Loading...