loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ইতালিয়ান কাপে ইউভেন্টাসের নাটকীয় জয়


ইতালিয়ান কাপে ইউভেন্টাসের নাটকীয় জয়

ম্যাচের শুরুর দিকে দুই গোলে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি ইউভেন্টাস। গোল শোধ করে দারুণভাবে সমতায় ফিরেছিল জেনোয়া। কিন্তু অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন হামজা রাফিয়া। তিউনিসিয়ার ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের লক্ষ্যভেদে কোপা ইতালিয়ার (ইতালিয়ান কাপ) শেষ আটে উঠেছেন আন্দ্রেয়া পির্লোর শিষ্যরা।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে ইউভেন্টাস স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে স্বাগতিক ক্লাব। কোয়ার্টার-ফাইনালে তাঁরা মুখোমুখি হবেন সাসুয়োলো ও স্পালের মধ্যকার ম্যাচের জয়ী দলের।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে দেয়ান কুলুসেভস্কি এগিয়ে দেন ‘তুরিনের বুড়ি’দের। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা (২-০)। পাঁচ মিনিট পরে জেনোয়ার হয়ে ব্যবধান কমান লেনার্ট জাইবোরা (২-১)। 

৫৪তম মিনিটে ২৫ গজ দূর থেকে মার্কো পিয়াকার শট ক্রসবারে বাধা পেলে সমতায় ফেরা হয়নি দলটির। তবে ৭৪তম মিনিটে আর হতাশ হয়নি সফরকারী ক্লাবটি। ফিলিপ্পো মেলেগোনি স্কোরলাইন করেন ২-২।

উপায় না পেয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ৮৬তম মিনিটে মাঠে নামান পির্লো। তবে অতিরিক্ত সময়ে নায়ক বনে যান রাফিয়া। ১০৪তম মিনিটে মোরাতার ক্রস ডি-বক্সের ভেতরে বিপদমুক্ত করতে ব্যর্থ হয় জেনোয়ার রক্ষণভাগ। ফলে দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন রাফিয়া।

চার মিনিট পরে ফের সমতায় প্রায় ফিরেই গিয়েছিল জেনোয়া। নিকোলো রোভেল্লার কর্নারে আইভান রাদভানোভিচের হেড বর্ষীয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে ফাঁকি দিয়ে যাচ্ছিল জালের দিকে। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন আর্থুর। বাকিটা সময়ে আর কোনো গোল না হলে ২-২ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

এর আগে কোপা ইতালিয়ার শেষ আটে উঠা নিশ্চিত করেছে এসি মিলান, ইন্টার মিলান ও নাপোলি।

Loading...