loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

লিগ ওয়ান-এর শীর্ষে পিএসজি


লিগ ওয়ান-এর শীর্ষে পিএসজি

দলের তারকা স্ট্রাইকাররা যখন প্রতিপক্ষের জাল স্পর্শ করতে পারছিলেন না, তখন সামনে এগিয়ে আসলেন লেইভিন কুর্জাওয়া। এই ফরাসি ডিফেন্ডার গড়ে দিলেন ব্যবধান। তাঁর লক্ষ্যভেদে অঁজিকে হারিয়ে লিগ ওয়ান-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে প্রতিপক্ষ ক্লাবটির মাঠে ১-০ গোলে জিতেছে লিগ ওয়ান শিরোপাধারী পিএসজি। তবে, দুঃসংবাদ হলো – দলের কোচ মারিসিও পচেত্তিনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই এদিন ডাগআউটে দেখা গেছে সহকারী কোচ হেসুস পেরেজকে।

ম্যাচে পিএসজিকে পাওয়া যায়নি চিরচেনা ছন্দে। নেইমার, কিলিয়ান এমবাপে, মইসে কিন ও অ্যাঞ্জেল ডি মারিয়া আক্রমণভাগে থাকলেও তারা অঁজি গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। অঁজির গোলমুখে পুরো ম্যাচে ১১ শট নিয়েছে প্যারিসিয়ানরা; এর মধ্যে লক্ষ্যে ছিল মাত্র তিনটি।

অন্যদিকে, সফরকারী দলের ম্যাচে রেখেছিলেন গোলরক্ষক কেইলর নাভাস। তাঁর নৈপুণ্যে বেশ কয়েকবার গোল হজম থেকে বেঁচে গেছে দলটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিয়েরিক ক্যাপেলের দূরপাল্লার রুখে দেন তিনি। 

৫১তম মিনিটে ফের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন নাভাস। সতীর্থের ক্রসে লইস দিওনির জোরালো হেড পা দিয়ে ফেরান তিনি।

নেইমার, এমবাপে ও ডি মারিয়া কয়েকটি সুযোগ নষ্ট করায় ড্রয়ের দিকে যাচ্ছিল ম্যাচটি। ফলে, পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল পিএসজি। যাহােক, তা হতে দেননি কুর্জাওয়া। ৭০তম মিনিটে আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির ক্রস প্রতিপক্ষের একজন ডিফেন্ডারের পায়ে লাগার পরে তা পেয়ে যান তিনি। প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন এই তারকা।

২০ ম্যাচ খেলে ১৩টি জিতে পিএসজি’র পয়েন্ট এখন ৪২। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক লিওঁ। সমান-সংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিলে।

Loading...