loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ


বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন একদিনের ক্রিকেট সিরিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। এই সিরিজের নাম ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’। 

শুধুমাত্র ওয়ানডে সিরিজই নয়, এ-বছর বিসিবির আয়োজনে যত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াবে, সবই বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের আসন্ন সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা অনুষ্ঠানে এ-তথ্য জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জালাল ইউনুস বলেছেন, এ-বছর সবগুলো ম্যাচই বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে চায় বিসিবি। এজন্য তাঁর নামেই সিরিজটির নামকরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামে নামকরণ করেছি। এখন অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টও তাঁর নামে নামকরণ করা হবে।’

করোনা-মহামারির কারণে প্রায় ১০ মাস বিরতির পরে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

Loading...