loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শপথের প্রাক্কালে বাইডেনের নেতৃত্বে কোভিড-এ মৃতদের স্মরণ


শপথের প্রাক্কালে বাইডেনের নেতৃত্বে কোভিড-এ মৃতদের স্মরণ

যুক্তরাষ্ট্র সময় বুধবার (২০ জানুয়ারি) দুপুরে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নিতে ওয়াশিংটনে পৌঁছে বাইডেন প্রথমে লিংকন মেমোরিয়ালে কোভিড-১৯ রোগে প্রাণ হারানো চার লাখ আমেরিকানকে গভীরভাবে স্মরণ করেন। এ-সময়ে পাশে ছিলেন স্ত্রী জিল বাইডেন, কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডাগলাস এমহফ। একইসঙ্গে তিনি আবারো চার বছরের বিভক্তি শেষে দেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উপরও গুরুত্বারোপ করেন।

বাইডেন বলেন, কখনো কখনো স্মরণ করা কঠিন হয়ে পড়ে। কিন্তু জাতির জন্য এমন স্মরণ খুবই গুরুত্বপূর্ণ।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার আরও ২ হাজার ৪৮২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক ঘিরে সাধারণত বড় ধরনের জমায়েত হয়ে থাকে। কিন্তু এবার করোনাভাইরাস এবং গত ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবনে হামলার পরে তেমনটি আর হচ্ছে না। গত প্রায় এক সপ্তাহ ধরে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। অবশ্য, রেকর্ড করা এক বিদায়ী ভাষণে ট্রাম্প তাঁর নীরবতা ভেঙ্গেছেন। এই প্রথমবারের মতো তিনি আমেরিকানদের আসন্ন প্রশাসনের সফলতার জন্য প্রার্থনা করতে আহ্বান জানিয়েছেন।

গত ৬ই জানুয়ারি পার্লামেন্ট ভবনে সশস্ত্র হামলার ঘটনার পর থেকে অনেকটাই নীরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখনো পর্যন্ত নির্বাচনে তাঁর পরাজয় স্বীকার কিংবা জয়ী প্রার্থীকে অভিনন্দন জানাননি।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টকে ওভাল অফিসে চা-চক্রে অংশ নিতে আমন্ত্রণ জানান। ট্রাম্প এক্ষেত্রেও দীর্ঘদিনের রীতি ভেঙেছেন। এছাড়া, বাইডেনের শপথ অনুষ্ঠানে না-থাকার ঘোষণাও তিনি আগেই দিয়েছেন।

এদিকে সোমবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জনপ্রিয়তার রেকর্ড সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আর কোনো বিদায়ী প্রেসিডেন্ট এত কম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা থেকে বিদায় নেননি।

মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ট্রাম্প তাঁর সর্বশেষ পদক্ষেপ হিসেবে বেশকিছু দোষী সাব্যস্ত অপরাধীকে ক্ষমা করে দিচ্ছেন। ক্ষমা করা হবে এরকম ১০০ লোকের তালিকা ট্রাম্পের কাছে রয়েছে।

বুধবার সকালেই ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডায় মার এ লাগো গলফ ক্লাবে তাঁর নিজ বাড়িতে চলে যাবেন। 

ওয়াশিংটন ডিসিতে শপথ নিতে আসার আগে বাইডেনকে মঙ্গলবার তাঁর নিজ শহর উইলমিংটনে অশ্রুসিক্ত বিদায় জানানো হয়। বাইডেন এ-সময়ে তাঁর ২০১৫ সালে মৃত্যু হওয়া সন্তান বিউকে স্মরণ করেন। বিউ উদীয়মান রাজনীতিক ছিলেন। তিনি মস্তিষ্কের ক্যান্সারে ৪৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বাইডেন অশ্রুভেজা কন্ঠে বলেন, ‘আমার একটাই দুঃখ, আজ সে এখানে নেই।’

ডেমাক্রেট দলের অভিজ্ঞ ও দীর্ঘদিনের সিনেটর ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট বাইডেন ওয়াশিংটনে আসার পথে মঙ্গলবার স্ত্রী জিলকে নিয়ে ব্লেয়ার হাউজে অবস্থান করেন। হোয়াইট হাউসের বাইরে রাষ্ট্রপ্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসস্থল এই ব্লেয়ার হাউজ।

অভিষেক প্রস্তুতির সঙ্গে জড়িতদের সূত্রে জানা গেছে, বাইডেনের শপথ অনুষ্ঠানের ভাষণ ২০ থেকে ৩০ মিনিটের হবে। এক ভাষণের মধ্যদিয়ে তিনি সকল আমেরিকানের কাছে পৌঁছনোর চেষ্টা করবেন। 

Loading...