loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাইডেন


যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাইডেন

ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্যদিয়ে হোয়াইট হাউজে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তেজনাপূর্ণ চার বছর মেয়াদের অবসান হলো। যুক্তরাষ্ট্রের রাজধানীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ৭৮ বয়সী জো বাইডেনকে শপথ গ্রহণ করান। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরাসহ একগুচ্ছ আদেশে স্বাক্ষর

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার শপথ নেওয়ার পরে তাঁর প্রশাসনিক কাজ শুরু করতে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরাসহ একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তিনি সকল ফেডারেল ভবনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন। এছাড়া, আদেশের মধ্যে রয়েছে – বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের থেকে যাওয়া, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, পরিবেশ সুরক্ষা জোরদার এবং কোভিড ১৯ মোকাবেলায় শক্তিশালী পদক্ষেপ গ্রহণ। আরও রয়েছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ এবং সংখ্যালঘু গ্রুপগুলোর জন্যে বৈচিত্র্য ও সমান সুযোগ নিশ্চিত করা।

বাইডেন তাঁর পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীতে দাঁড়িয়ে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ওভাল অফিসে এই নির্বাহী আদেশসমূহে স্বাক্ষর করেন। এর আগে ক্যাপিটল হিলে বুধবার স্থানীয় সময় ১১টা ৪৮ মিনিটে তিনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

স্বাক্ষরকালে তিনি বলেন, আমরা কিছু সাহসী কাজ করতে যাচ্ছি। বিশ্বের উষ্ণতা মোকাবেলায় ২০১৬ সালে যখন প্যারিস চুক্তি সম্পাদিত হয় – তখন বারাক ওবামা ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং বাইডেন ছিলেন ভাইস-প্রেসিডেন্ট। অধিকাংশ দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছিলেন।

প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার প্রেক্ষাপটে বাইডেন বলেন, আমরা জলবায়ু পরিবর্তন রোধে এমনভাবে কাজ করতে যাচ্ছি – যা এর আগে করা হয়নি। বাইডেন দাবি করেন, কোভিড-১৯ মোকাবেলায় তিনি যে-সব পদক্ষেপ নিচ্ছেন – তা পরিস্থিতির উন্নতি ঘটাবে।

এদিকে প্যারিস চুক্তিতে ফেরায় স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসও এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বে কার্বন-নিঃসরণ বন্ধে এটি এক বড় পদক্ষেপ। তবে, এজন্য আরও বহুদূর পথ পাড়ি দিতে হবে বলেও এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন তিনি।

Loading...