loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

আটালান্টায় হেরেও শীর্ষে মিলান, পয়েন্ট হারালো ইন্টারও


আটালান্টায় হেরেও শীর্ষে মিলান, পয়েন্ট হারালো ইন্টারও

আটালান্টার কাছে নিজেদের মাঠে শনিবার (২৩ জানুয়ারি) ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে এসি মিলান। কিন্তু উদিনেসের সাথে ক্লাবটি নগর-প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান গোলশূন্য ড্র করাতে সিরি আ লিগের শীর্ষস্থানেই থাকলো মিলান।

এই পরাজয়ে স্টিফানো পিউলির দল ইন্টারের থেকে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। অথচ ম্যাচ শুরুর আগে সমান ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষ দুটি স্থানে ছিল দুই মিলান। যে-কারণে এসি মিলানের পরাজয়ে ইন্টারের সামনে সুযোগ ছিল প্রতিবেশীকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে আসার। ২০১১ সালে শিরোপা জয়ের পরে এই প্রথমবারের মতো মৌসুমের মধ্যভাগে এসে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে মিলান।

মিলানের সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ বলেছেন, ‘আমাদের এখন সত্যিকার অর্থেই শিরোপার জন্য নিজেদের তৈরী করতে হবে। বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এখনই লিগের কঠিন সময় শুরু হবে।’

সান সিরোতে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ২৬ মিনিটে এগিয়ে গিয়েছিল সফরকারী আটালান্টা। বিরতির আট মিনিট পরে পেনাল্টি স্পট থেকে ব্যবধান দ্বিগুণ করেন জোসিপ ইলিসিচ। অভিজ্ঞ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ অবশ্য বিরতির ঠিক আগে মিলানের হয়ে সমতা ফেরাতে ব্যর্থ হয়েছেন। 

মিলানের নতুন চুক্তিভুক্ত ক্রোয়েট তারকা মারিও মানজুকিচ শেষ ২০ মিনিটে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। আটালান্টা গোলরক্ষক পিয়ারলুইজি জোলিনির কারণে মানজুকিচের অভিষেক ম্যাচে গোল পাওয়া হয়নি। রোমেরোর ক্রস থেকে কলম্বিয়ান স্ট্রাইকার ডুভান জাপাটা ৭৭ মিনিটে আটালান্টার বড় জয় নিশ্চিত করেছেন।

মৌসুমে এই প্রথমবারের মতো মিলান প্রতিপক্ষের জালে বল প্রবেশ করাতে ব্যর্থ হলো। মাসের শুরুতে ইউভেন্টাসের কাছে পরাজয়ের পরে এ-নিয়ে দ্বিতীয় পরাজয়ের মুখ দেখলেন স্টিফানোর শিষ্যরা।

এই জয়ে সিরি আ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আটালান্টা। শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে বর্তমানে ক্লাবটি পয়েন্টের ব্যবধান সাত। তৃতীয় স্থানে থাকা রোমার চেয়ে ক্লাবটি এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। দিনের শুরুতে স্পেজিয়াকে ৪-৩ গোলে পরাজিত করেছে রোমা।

আটালান্টার কোচ জিয়ান পিয়েরো গাস্পেরিনি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে এটি আমাদের অন্যতম সেরা নৈপুণ্য। আজ আমরা সবদিক থেকেই তাঁদেরকে পিছনে ফেলেছি। সান সিরোতে এই ধরনের পারফর্মেন্স সত্যিই দারুণ স্বস্তিদায়ক।’

গত সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্টাসকে ২-০ গোলে পরাজিত করেছিল অ্যান্টোনিও কন্টের ইন্টার। আর সে-কারণে উদিনেসের সাথে জয়ী হতে পারলেই শীর্ষস্থানটা নিশ্চিত ছিল। কিন্তু সেই সুযোগ হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কন্টে-বাহিনীকে। 

এদিন লাউতারো মার্টিনেজের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। নিকোলো বারেলার ভলি পোস্টের বাইরে দিয়ে চলে গেছে। রেফারির সাথে মতবিরোধের জেরে কন্টেকে ম্যাচের শেষ মুহূর্তে ডাগআউট ছাড়তে হয়েছে। এসবই কার্যত ইন্টারের হতাশাকেই বাড়িয়ে তুলেছিল। 

ম্যাচ শেষে কন্টে বলেছেন, ‘আমি মনে করেছি আমরা আরো বেশি অতিরিক্ত সময় পাবো। আমি রেফারির সাথে সেটাই বলতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে লালকার্ড দেখান।’

দিনের শুরুতে রোমে লোরেঞ্জো পেলেগ্রিনির ইনজুরি সময়ের গোলে রোমা নবাগত স্পেজিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে। ড্যানিয়েল ভার্দে স্পেজিয়ার হয়ে সমতা ফেরানোর মিনিটখানেকের মধ্যে নাটকীয় ম্যাচের ইনজুরি টাইমে পেলেগিওনি স্বাগতিক দলকে আনন্দে ভাসান। ম্যাচ শেষে রোমা কোচ পাওলো ফন্সেকা দৌঁড়ে গিয়ে এই মিডফিল্ডারকে জড়িয়ে ধরেন।

এর আগে মঙ্গলবার ইতালিয়ান কাপে বিতর্কিত এক ম্যাচে এই স্পেজিয়ার কাছেই অতিরিক্ত সময়ে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে রোমাকে। শুক্রবার অফিসিয়াল স্কোরলাইন পরিবর্তন করে স্পেজিয়াকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। মাঠে পাঁচজন খেলোয়াড় পরিবর্তনের নিয়ম থাকলেও ম্যাচে রোমা ছয়জনকে পরিবর্তন করে। যে-কারণে শেষ ১৬’র ম্যাচটি রোমাকে নয় জন নিয়ে শেষ করতে হয়েছে।

পেশির ব্যথার কারণে শনিবার রোমার হয়ে মাঠে নামতে পারেননি অধিনায়ক এডেন জেকো। স্বাগতিক দলের হয়ে বোয়া মায়োরাল দুই গোল করেছেন। ১৭ মিনিটে তাঁর প্রথম গোলের পর চতুর্দশ স্থানে থাকা স্পেজিয়ার হয়ে সাত মিনিটে সমতা ফেরান রবার্তো পিকোলি। গোলরক্ষক পাও লোপেজের ভুলেই রোমাকে গোল হজম করতে হয়েছে। 

রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা মায়োরাল ৫২ মিনিটে আবারো রোমাকে এগিয়ে দেন। তিন মিনিট পরে ব্যবধান ৩-১ করেন রিক কার্সডর্প। ৫৯ মিনিটে দিয়েগো ফারিয়াস এক গোল পরিশোধ করেন। স্টাডিও অলিম্পিকোতে ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ৯০ মিনিটে রোমার সাবেক উইঙ্গার ভার্দে স্বাগতিক ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের ভুলে জোরালো শটে সমতা ফেরান। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ব্রুনো পেরেজের কাটব্যাক থেকে পেলেগ্রিনি দারুণ এক জয় উপহার দেন রোমাকে।

লাৎসিওর কাছে পরাজয়ের পরে ইন্টারের সাথে ড্র করা রোমা গত তিন ম্যাচে এই প্রথম জয় পেলো।

Loading...