loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের পয়েন্ট অর্জনের সুযোগ


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের পয়েন্ট অর্জনের সুযোগ

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে সম্ভাব্য সব পয়েন্ট অর্জন করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার পয়েন্ট তালিকায় নাম লেখাতে চায় বাংলাদেশ। নয় দলের এই টুর্নামেন্টে এখনো তালিকার নিচেই পড়ে আছে টাইগাররা। অত্যন্ত হতাশার বিষয় হলো – টুর্নামেন্টে এখনো কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি টাইগাররা।

অবশ্য কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্য অনেক দলের মতো এখনো নিজেদের সব ম্যাচ পায়নি বাংলাদেশ। এখনো পর্যন্ত ভারতের বিপক্ষে একটি মাত্র সিরিজ শেষ করতে পেরেছে টাইগাররা। অন্যটি পাকিস্তানের বিপক্ষে। যদিও সেটি এখনো অসম্পূর্ণই রয়ে গেছে। একটি মাত্র টেস্ট খেলেছে বাংলাদেশ; করোনা-মহামারির কারণেই স্থগিত হয়ে গেছে বাকী টেস্টটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় তিনটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং সবগুলো ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। হোম ম্যাচের সুবিধাকে কাজে লাগিয়ে টাইগাররা টেস্টে হারের ধারা থেকে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ দলের অধিনায়ক মোমিনুল হক বুধবার (৩ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া টেস্ট নিয়ে বলেছেন, ‘এই সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট অর্জনের ব্যাপারে আমরা আশাবাদী।’ যদিও এর আগে সর্বশেষ জিম্বাবুয়ের সিরিজ জিতেছিল টাইগাররা। তবে, সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে এখনো পরাজয়ের বৃত্তেই থেকে গেছে বাংলাদেশ।

অবশ্য, অতীত নিয়ে বসে থাকতে রাজি নন মোমিনুল। কোভিড-১৯ মহামারির বিরতি কাটিয়ে নতুনভাবে বাংলাদেশ শুরু করবে জানিয়ে তিনি বলেন, ‘এক বছর পরে আমরা টেস্টে ফিরছি। তাই সবকিছু নতুনভাবে শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটি চ্যালেঞ্জের হবে ঠিকই, তবে আমার মতে, এটি হবে সবকিছু নতুনভাবে শুরু করার দারুণ একটি সুযোগ।’

স্বাগতিক দলের টেস্ট অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা অতীত নিয়ে বসে থাকতে চাই না। আগে কি ঘটেছে – সেটি নিয়ে চিন্তা করতে চাই না। এমনকি ওই ম্যাচগুলোকে আমরা মনেও করতে চাই না। আগেই যেমনটি বলছিলাম, সবকিছু নতুন করে শুরু করার জন্য এটি হবে আমাদের জন্য দারুণ সুযোগ। ’

চ্যাম্পিয়নশিপের সাত ম্যাচে অংশ নিয়ে একটি মাত্র জয় নিয়ে পয়েন্ট তালিকায় বাংলাদেশের চেয়ে এক ধাপ উপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজটি যদি টাইগাররা জিততে পারে, তাহলে পয়েন্ট তালিকায় দলটিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।

Loading...