loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

মোমিনুলের সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিলো টাইগাররা


মোমিনুলের সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিলো টাইগাররা

অধিনায়ক মোমিনুল হকের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বড় টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ আট উইকেটে ২২৩ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে টাইগাররা।

এদিন ৪১তম টেস্টে দশম সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল। ১৮২ বলে ১০টি চারে ১১৫ রান করেছেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৪৭ রান করেছিল বাংলাদেশ। মোমিনুল ৩১ ও মুশফিকুর রহিম ১০ রান নিয়ে শেষ করেন। আজ আট রান যোগ করে ব্যক্তিগত ১৮ রানে থেমেছেন মুশফিক। ১১২ বলে পাঁচটি চারে ৬৯ রান করেন লিটন দাস। 

এছাড়া, মেহেদি হাসান মিরাজ সাত, তাইজুল ইসলাম তিন রান করে ফেরেন। এক রানে অপরাজিত ছিলেন নাইম হাসান। তাইজুলের আউটের পরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান তিনটি করে ও শানন গ্যাব্রিয়েল দুইটি উইকেট পেয়েছেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩০ ও ওয়েস্ট ইন্ডিজ ২৫৯ রান করেছে।

Loading...