loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না সাকিব


দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কুচকির ইনজুরিতে পড়ে সিরিজের শেষ টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি। ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। তবে এর আগে সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা নেই সাকিব আল হাসানের। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই সাকিবের আঘাত দানা বাঁধে। ফলে ওই টেস্টটি আর শেষ করা হয়নি বিশ্ববরেণ্য এই অলরাউন্ডারের। বোলিং ব্যর্থতার ওই ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে পরাজিত হয়েছে টাইগাররা। ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ম্যাচ জিতে নেয় সফরকারী দল।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান সংগ্রহ করেছিলেন সাকিব। পরে ছয় ওভার বল করেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাঠেই নামতে পারেননি সাকিব। সাকিবর অনুপস্থিতিও পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অংশ নিতে পারবেন না সাকিব আল হাসান। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম টেস্টে খেলার সময় তিনি ইনজুরিতে পড়লেও এখনো সুস্থ হয়ে উঠেননি। বাঁ পায়ের কুচকিতে আঘাত পাওয়ার পর থেকেই সাকিব নিবিড় পরিচর্যায় রয়েছেন। তারপরও এটি স্পষ্ট হয়েছে যে – সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না তিনি।

আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ ১৭ মাস পরে মাঠে ফিরেছিলেন সাকিব। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই সপ্তাহেই জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যাবেন সাকিব। তবে ঢাকায় বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধায়নে তাঁর চিকিংসা চলবে।

সিরিজ পরাজয় এড়াতে ১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হওয়া টেস্টে অবশ্যই জিততে হবে টাইগারদের।

Loading...