loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাকিবের বদলে দ্বিতীয় টেস্টে সৌম্য


সাকিবের বদলে দ্বিতীয় টেস্টে সৌম্য

উরুতে আঘাতপ্রাপ্ত সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে ব্যাটসম্যান সৌম্য সরকারকে। আনুষ্ঠানিকতা সেরে গতকাল মঙ্গলবারই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করছেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। হঠাৎ আঘাতপ্রাপ্ত হলে সুরক্ষা বলয়ের সমস্যা থাকায় বড় স্কোয়াড দেওয়ার কথা জানিয়েছিলেন নির্বাচকবৃন্দ। সাকিব ছিটকে যাওয়ায় এই স্কোয়াডের মধ্য থেকে সমাধান বের করা যায়নি। ফলে, বাইরে থেকে নিতে হয়েছে সৌম্যকে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে উরুতে আঘাত পান সাকিব। চোট নিয়েই পরে আরও তিন ওভার বল করলেও দিনের খেলার ১২ ওভার আগে মাঠ ছাড়েন তিনি। ওই টেস্টে আর ফিরতে দেখা যায়নি তাঁকে। দ্বিতীয় ইনিংসে সাকিবের ব্যাটিং-বোলিং থেকে বঞ্চিত হতে হয় টাইগারদের।

এর আগে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই আঘাত কাটিয়ে নেমেছিলেন টেস্ট খেলতে। শেষ পর্যন্ত নতুন করে আঘাতপ্রাপ্ত হওয়ায় মাঝপথেই থামতে হয়েছে তাঁকে।

সাকিববিহীন বোলিং আক্রমণ উইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েও আটকানো যায়নি। রোমাঞ্চকর এক জয়ে সিরিজে এগিয়ে গেছে সফরকারী দলটি।

১১ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে এই টেস্টে জেতার বিকল্প নেই বাংলাদেশ দলের।

Loading...