loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের পৃষ্ঠপোষক ইভ্যালি


নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের পৃষ্ঠপোষক ইভ্যালি

সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ডগামী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক স্বত্ব লাভ করেছে ই-কমার্স কোম্পানি ইভ্যালি। আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-২০ সিরিজ খেলবে। আইসিসি ওডিআই সুপার লিগের অংশ হিসেবে টাইগারদের এই নিউজিল্যান্ড সফর। দলের কিড স্পন্সর স্বত্বও পেয়েছে ইভ্যালির অধিভুক্ত ই-ফুড। বিনিময়ে দুই কোটি টাকা বিনিয়োগ করবে ইভ্যালি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২২ ফেব্রুয়ারি) পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করে বিসিবি কর্মকর্তা বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল পৃষ্ঠপোষক হিসেবে আমরা ইভ্যালিকে পেয়েছি। একই সঙ্গে তাঁরা আমাদের দলীয় জার্সিরও পৃষ্ঠপোষকতা লাভ করেছে। আশা করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবে প্রতিষ্ঠানটি।’

দলের পৃষ্ঠপোষকের নাম ঘোষণার সময় নতুন জার্সিও উন্মোচন করা হয়। এ-সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, শুধুমাত্র এই সিরিজে নয়, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে পৃষ্ঠপোষকতাও দিতে চায় ইভ্যালি। তিনি বলেন, ‘এমন একটি সুযোগ দেওয়ায় আমরা বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। শুরু থেকেই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত ছিল এই প্রতিষ্ঠান। এখন প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলো ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে এগিয়ে আসছে। এজন্য আমরা গর্বিত।’

গত বছর জানুয়ারি থেকেই পৃষ্ঠপোষকহীন ছিল বাংলাদেশ দল। এ-সময় শুধুমাত্র সিরিজভিত্তিক পৃষ্ঠপোষকতা নিয়েছে তাঁরা। বিসিবির প্রধান নির্বাহী বলেন, আইসিসির ফিউচার টুর প্রোগ্রাম নির্ধারণ হয়ে গেলে বিসিবি দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতা চুক্তিতে যাবে। ২০২৩ সাল পর্যন্ত পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করবে বোর্ড।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগের কথা রয়েছে টাইগারদের। সেখানে পৌঁছে কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে। এরপর অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী ২০ মার্চ। ডুনেডিনের ওটাগো ইউনির্ভার্সিটিতে হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ২৩ মার্চ ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ২৬ মার্চ হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ।

বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

আগামী ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল সাতটায় হ্যামিল্টনের সেডন পার্কে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ৩০ মার্চ নেপিয়ারের ম্যাকলেন পার্কে দ্বিতীয় এবং ১ এপ্রিল অকল্যান্ডের ইডেন পার্কে তৃতীয় ম্যাচ হবে। পরের দুই ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

Loading...