loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

বিসিএস-এর আবেদন ও পরীক্ষার সময় বাড়বে


বিসিএস-এর আবেদন ও পরীক্ষার সময় বাড়বে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী সোমবার (২২ ফেব্রুয়ারি) উচ্চ শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ-কথা বলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে অনেকে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করে অপেক্ষা করছেন। তাঁদের জন্য বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সঙ্গে সমন্বয় রেখে নতুন তারিখ ঘোষণা করা হবে।করোনার কারণে বিসিএস-এর আবেদনের বয়সসীমা অতিক্রান্ত হয়ে যেন কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন – সে-জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২৪ মে থেকে শ্রেণিকক্ষেই পাঠদানের কাজ শুরু করা যাবে। এই সিদ্ধান্ত দেশের পাবলিক (জাতীয় বিশ্ববিদ্যালয়সহ), প্রাইভেট ও সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, আর ইতোমধ্যে যদি কোনো শিক্ষার্থী হলে অবস্থান করে থাকেন – যেটি করার কথা নয় – তাঁদের অবিলম্বে হল ত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা যদি প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তিগত বা দলগতভাবে, যেকোনোভাবেই, শিক্ষার সঙ্গে, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কবিহীন কোনো ধরনের অনৈতিক, অপরাধমূলক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে সেই কর্মকাণ্ডের দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা-রোগী শনাক্ত হওয়ার পরে ওই বছরের ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি বাড়ানো হয়েছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Loading...