loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

দেশের সব বিশ্ববিদ্যালয় ২৪ মে খুলবে: শিক্ষামন্ত্রী


দেশের সব বিশ্ববিদ্যালয় ২৪ মে খুলবে: শিক্ষামন্ত্রী

আগামী ঈদ-উল-ফিতরের পরে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ-তথ্য জানান। তিনি আরও জানিয়েছেন, আগামী ১৭ মে সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে।

আগামী ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি সোমবার (২২ ফেব্রুয়ারি) চলতি মহামারির সময়ে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, এছাড়া দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে চলতি মাসের ২৮ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় খোলার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীদেরকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা অবশ্যই গ্রহণ করতে হবে।

এই সময়কালে গত ১১ মাস থেকে অনলাইনের মাধ্যমে যে-প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাস চলেছিল তা, অব্যাহত থাকবে।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় খোলার পরে পাঠদানের ভিত্তিতেই পরীক্ষা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

করোনা-সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বন্ধ বাড়ানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Loading...