loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ভিয়ারিয়ালের বিপক্ষে অ্যাটলেটিকোর কষ্টার্জিত জয়


ভিয়ারিয়ালের বিপক্ষে অ্যাটলেটিকোর কষ্টার্জিত জয়

সাম্প্রতিক খারাপ ফর্ম কাটিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে লা লিগার শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার (২৮ ফেব্রুয়ারি) কঠিন লড়াইয়ের পর ভিয়ারিয়ালকে ২-০ গোলে পরাজিত করেছে ডিয়েগো সিমিওনের দল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার তুলনায় পাঁচ পয়েন্ট এগিয়ে গেলো অ্যাটলেটিকো। আলফোন্সো পেডরাজার আত্মঘাতী গোলের পরে হুয়াও ফেলিক্সের শক্তিশালী স্ট্রাইকে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত হয়।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে চেল্সির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে এদিন মাঠে নেমেছিলেন সিমিওনের শিষ্যরা। শেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র চার পয়েন্ট সংগ্রহ করেছে শীর্ষে থাকা দলটি। যে-কারণে শিরোপা দৌড়ে থাকা অপর দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নিজেদের কাজটুকু ঠিকই সেরে নিয়েছে। ভিয়ারিয়াল বেশ কয়েকবার গোলের ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। সপ্তাহের শেষে মাদ্রিদ ডার্বিতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে অ্যাটলেটিকো।

ম্যাচ শেষে অ্যাটলেটিকো বস সিমিওনে বলেছেন, ‘আমরা বেশ কঠিন লড়াইয়ের মুখে পড়েছিলাম। এমনকি দ্বিতীয় গোলের পরেও তারা বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু মৌসুমের এই মুহূর্তে এসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয় নিশ্চিত করেই বাড়ি ফিরেছি।’

ম্যাচের ২৫ মিনিটে পেডরাজার আত্মঘাতি গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। থমাস লেমারের ক্রস থেকে স্টিফান সাভিচের অফ-সাইড পজিশন নিয়ে ভিএআর এর দীর্ঘ পরীক্ষার পর শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত অটল রাখা হয়। সাভিচের হেড ভিয়ারিয়াল গোলরক্ষক সার্জিও আসেনহো রক্ষা করলেও অল্পের জন্য পেডরাজার পায়ে লেগে তা জালে জড়ায়। ড্যানিয়েল পারেহোর ক্রস থেকে জেরার্ড মোরেনোর শট ভিয়ারিয়ালকে সমতা প্রায় এনেই দিয়েছিল। কিন্তু লাইনের উপর থেকে তা ক্লিয়ার করে দলকে রক্ষা করেন সাভিচ।

বিরতির আট মিনিট পরে লুইস সুয়ারেজের শক্তিশালী শট জালে যায়নি। তাঁর প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন আসেনিয়ো। ৬৯ মিনিটে ফেলিক্স অবশ্য ভুল করেননি। তাঁর এই গোলেই ব্যবধান দ্বিগুণের পাশাপাশি অ্যাটলেটিকোর জয় নিশ্চিত হয়। ম্যাচের শেষের দিকে বদলি খেলোয়াড় কার্লোস বাক্কা, অ্যানেক্স বায়েনা ভিয়ারিয়ালকে সুখবর দিতে পারেননি। 

এনিয়ে টানা সাত ম্যাচে জয়হীন থাকা ভিয়ারিয়াল ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

এর আগে দিনের শুরুতে ধুকতে থাকা কাডিজের বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে ভিয়ারিয়ালকে পিছনে পেলে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে রিয়াল বেটিস। ম্যাচ শেষের ছয় মিনিট আগে স্প্যানিয়ার্ড জুনামি পোস্টের খুব কাছে থেকে জয়সূচক গোলটি করেন।

সেল্টা ভিগোর সাথে ১-১ গোলে ড্র করে রেলিগেশন জোন থেকে উপরে উঠতে সক্ষম হয়েছে রিয়াল ভায়াদোলিদ। এনিয়ে টানা আট ম্যাচে জয়বিহীন রয়েছে ক্লাবটি।

Loading...