loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট পর্ব শুরু


বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট পর্ব শুরু

‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’-এর নারী ক্রিকেট পর্ব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল ১০টায় ক্রিকেট পর্ব উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ-সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট বশির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিতু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিবর্ষ’র অংশ হিসেবে এবারের আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’ নামে হচ্ছে। আসরের সিডিউল গত বছর থাকলেও করোনা-পরবর্তী পরিস্থিতির কারণে আগামী ১ এপ্রিল থেকে মূল আসর শুরু হবে। কিন্তু সে-সময় দক্ষিণ-আফ্রিকা নারী ইমার্জিং দলের সাথে বাংলাদেশের নারীদের খেলা থাকবে। তাই, নারী ক্রিকেট আগেই আয়োজন করতে হয়েছে। 

এবারই প্রথম বাংলাদেশ গেমসের অংশ হলো ক্রিকেট। শনিবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নীল দল।

জাতীয় ও অনূর্ধ্ব-১৯ দলের সমন্বয়ে গঠিত তিনটি দল দুইটি করে ম্যাচ খেলবে। ১২ মার্চ ফাইনাল হবে। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারে হচ্ছে এবারের ম্যাচগুলো।

বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটের সূচি:

৬ মার্চ: লাল দল-নীল দল, সিলেট স্টেডিয়াম
৮ মার্চ: সবুজ দল-নীল দল, সিলেট স্টেডিয়াম
১০ মার্চ: লাল দল-সবুজ দল, সিলেট স্টেডিয়াম
১২ মার্চ: ফাইনাল, সিলেট স্টেডিয়াম

Loading...