loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত


ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০৫ ও ১৩৫, ৫৪.৫ ওভার (লরেন্স ৫০, পোপ ১৫, অশ্বিন ৫/৪৭, প্যাটেল ৫/৪৮)
ভারত: ৩৬৫/১০, ১১৪.৪ ওভার (পান্থ ১০১, সুন্দর ৯৬, স্টোক্স ৪/৮৯)
ফলাফল: ভারত ইনিংস ও ২৫ রানে জয়ী
ম্যাচ-সেরা: রিশভ পান্থ (ভারত)
সিরিজ-সেরা: রবীচন্দ্রন অশ্বিন (ভারত)
সিরিজ: চার ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে ভারতের জয়

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ১৮ জুন লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভিরাট কোহলির দল। শনিবার (৬ মার্চ)  আহমেদাবাদে শেষ হওয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে হারায় ভারত। ফলে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতলেন কোহলিরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এই ম্যাচে অন্তত ড্র’র প্রয়োজন ছিল ভারতের। কিন্তু ব্যাটসম্যানদের-বোলারদের দারুণ নৈপুণ্যে জিতেই ফাইনালের টিকিট পেলো ভারত।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে রিশভ পান্থের ১০১ রানের উপর ভর করে দ্বিতীয় দিন শেষে সাত উইকেটে ২৯৪ রান করেছিল ভারত। দিন শেষে তিন উইকেট হাতে নিয়ে ৮৯ রানে যায় টিম ইন্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ৬০ ও অক্ষর প্যাটেল ১১ রানে দিন শেষ করেন।

তৃতীয় দিন ৪৩ রানে প্যাটেল থামলেও, টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুব কাছে পৌঁছে যান সুন্দর। তবে, তাঁর আশা পূরণ হয়নি। প্যাটেলের পর শেষ দুই ব্যাটসম্যান চার বলের ব্যবধানে ফিরে গেলে অন্যপ্রান্তে ৯৬ রানে অপরাজিত থেকে যান সুন্দর। ১৭৪ বল খেলে ১০টি চার ও একটি ছক্কা মারেন তিনি। ভারতের ইনিংস শেষ হয় ৩৬৫ রানে। এতে প্রথম ইনিংস থেকে ১৬০ রানের লিড পায় ভারত। ইংল্যান্ডের বেন স্টোক্স চারটি, জেম্স এন্ডারসন তিন ও জ্যাক লিচ দুই উইকেট নেন।

ইনিংস পরাজয় এড়াতে ১৬০ রানের প্রয়োজন ছিলো ইংল্যান্ডের। ব্যাট হাতে নেমেই ভারতের দুই স্পিনার প্যাটেল-অশ্বিনের তোপের মুখে পড়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৬৫ রানে উপরের সারির ছয় ব্যাটসম্যানকে হারায় দলটি।

জ্যাক ক্রলিকে পাঁচ, জনি বেয়ারস্টোকে শূন্য ও অধিনায়ক জো রুটকে ৩০ রানে আউট করেন অশ্বিন। এছাড়া, ডম সিবলিকে তিন, স্টোক্সকে দুই ও ওলি পোপকে ১৫ রানে থামান প্যাটেল।

ভারতের প্যাটেল ৪৮ রানে ও অশ্বিন ৪৭ রানে পাঁচটি করে উইকেট নেন। 

ম্যাচ-সেরা হয়েছেন ভারতের পান্থ। সিরিজ-সেরা ভারতের অশ্বিন।

টেস্ট সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ড। ১২ মার্চ থেকে আহমেদাবাদেই শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ লড়াই। ২৩ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Loading...