loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফাইনালে নীল-সবুজের লড়াই


বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফাইনালে নীল-সবুজের লড়াই

রুমানা আহমেদের ব্যাটিং ও রিতু মনির অলরাউন্ড নৈপুণ্যে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটের ফাইনালে উঠলো বাংলাদেশ সবুজ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১০ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সবুজ দল ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ লাল দলকে। প্রথম দল হিসেবে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ নীল দল। লাল দলকে ১০ উইকেটে ও সবুজ দলকে নয় উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় নীল দল।

বাংলাদেশ নীল দলের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় লাল ও সবুজ দলের জন্য বুধবারের ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল হয়ে উঠেছিল।

ফাইনালে উঠার লড়াইয়ে প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ লাল দল। ৫০ ওভারে আট উইকেটে ১৫৭ রান করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন শারমিন সুপ্তা। ১৪০ বল খেলে চারটি চার মারেন শারমিন। এছাড়া অর্থি ২২ ও ঝিলিক ১৮ রান করেন। সবুজ দলের পক্ষে বল হাতে দুইটি করে উইকেট নেন সানজিদা-দিশা-রিতু।

জবাবে রুমানা-রিতুর দুই হাফ-সেঞ্চুরিতে ১৬ বল বাকী রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ সবুজ দল। অবশ্য শুরুটা ভালো হয়নি তাঁদের। ৩৯ রানে চার উইকেট হারান তাঁরা। এরপর পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১২০ রানের জুটি গড়েন রুমানা ও রিতু।

১৪৮ বল খেলে নয়টি চারে অপরাজিত ৮০ রান করেন রুমানা। ২০ রানে তৃতীয় উইকেট পতনের পরে ক্রিজে এসেছিলেন তিনি। ৮০ বল মোকাবেলা করে পাঁচটি চারে অপরাজিত ৫১ রান করেন রিতু। রুমানা-রিতুর পর দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১২ রান করেন সানজিদা।

লাল দলের পক্ষে লতা মন্ডল দুইটি, পূজা-নাহিদা একটি করে উইকেট নেন। ম্যাচ-সেরা হয়েছেন বাংলাদেশ সবুজ দলের রিতু।

১২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল হবে।

Loading...