loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানিতে আগ্রহী নেপাল: মোমেন


বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানিতে আগ্রহী নেপাল: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন মঙ্গলবার (২৩ মার্চ) বলেছেন, নেপাল বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে আগ্রহী। তিনি ফরেন সার্ভিস একাডেমিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সফর বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ভান্ডারি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জলবিদ্যুৎবিষয়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে সমঝোতা স্মারকের আওতায় বিদ্যুৎ উৎপাদন ও বন্টন বিষয়ক সচিব পর্যায়ের স্টিয়ারিং ও নির্বাহী কমিটির বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষই আশা করে যে, তাঁরা ভবিষ্যতে জলবিদ্যুৎ খাত সহযোগিতা বৃদ্ধি করবে।

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত সোমবার ঢাকায় এসেছেন।

Loading...