loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ উদ্বোধন করবেন


প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ উদ্বোধন করবেন

বৃহস্পতিবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর পর্দা উঠবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত এই গেমস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ মহামারি-পরিস্থিতিতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী দর্শকের সুরক্ষার প্রয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে কাঁটছাট আনতে হয়েছে বিওএ-কে। উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশদ্বার দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বেলা তিনটায়। সাড়ে পাঁচটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। এরপর অডিও ভিসুয়াল প্রদর্শনীর মাধ্যমে পর্দায় তুলে ধরা হবে বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্য গাঁথা।

সন্ধ্যা পৌনে সাতটায় জাতীয় সঙ্গীত বাজানো হবে। এরপরই শুরু হবে অডিও ভিসুয়াল প্রদর্শনী; এক ঝলকে তুলে ধরা হবে দেশের ক্রীড়া সম্পর্কে। খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ মাঠে প্রবেশ করবেন ৬টা ৫২ মিনিটে। প্রতিযোগিতার শপথবাক্য পাঠ করাবেন দেশের তারকা আর্চার রোমান সানা।

সাতটা আট মিনিটে স্বাগত বক্তব্য রাখবেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। শুভেচ্ছো বক্তব্য রাখবেন বিওএ সভাপতি ও গেমসের সাংগঠিক কমিটির নির্বাহী চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। আরও বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

সোয়া সাতটায় ভার্চুয়ালি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মশাল প্রজ্জ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ এসএ গেমসে দুই স্বর্ণপদকজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

অনুষ্ঠানের শেষ দিকে থাকবে মাস্কট প্যারেড, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে প্রদর্শনী, মঞ্চানুষ্ঠান। সাড়ে আটটায় শুরু হওয়া লেজার শো, পাইরো ও আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।

Loading...