loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ওয়েস্ট ব্রমের কাছে চেল্সি ৫-২ গোলে বিধ্বস্ত


ওয়েস্ট ব্রমের কাছে চেল্সি ৫-২ গোলে বিধ্বস্ত

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে প্রিমিয়ার লিগে জয়ের দেখা পায়নি চেল্সি। উল্টো পয়েন্ট তালিকায় তলানির দ্বিতীয় দল ওয়েস্ট ব্রমউইচ আলিয়োনের কাছে শনিবার (৩ এপ্রিল) ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে ব্লুজরা। এই পরাজয়ের মাধ্যমে ম্যানেজার হিসেবে থমাস টুখেলও প্রথম হারের তিক্ত স্বাদ পেলেন।

স্টামফোর্ড ব্রিজের ম্যাচে মাত্র ২৯ মিনিটেই থিয়াগো সিলভার লাল কার্ডের পুরো ফায়দা লুটে বড় জয় ছিনিয়ে নিয়েছে সফরকারী ওয়েস্ট ব্রুম। থাইয়ের ইনজুরির কারনে গত ৪ ফেব্রুয়ারির পর প্রথমবারের মত মূল একাদশে খেলতে নেমেছিলেন সিলভা।

জানুয়ারিতে ফাংক ল্যাম্পার্ডের চাকরিচ্যুতির পরে তাঁর স্থলাভিষিক্ত থমাস টাচেলের অধীনে চেল্সি এটি নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৪ ম্যাচে অপরাজিত ছিলেন। কিন্তু সেই দুর্দান্ত যাত্রা থমকে দিলো ওয়েস্ট ব্রুম । যদিও ২৭ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে চেল্সিই এগিয়ে গিয়েছিল। মার্কো আলোন্সোর ২৫ গজ দুরের র্ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসলে ফিরতি বলে চেল্সিকে এগিয়ে দেন পুলিসিচ। এর পরপরই ওকে ইকুসলুকে দুই ফাউলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা মাঠ ছেড়ে চলে গেলে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওয়েস্ট ব্রম। 

২০১৩ সালে পিএসজির জার্সি গায়ে প্রথম লালকার্ডের পর এই প্রথম সিলভা এই লজ্জায় পড়লেন। একজন বেশি নিয়ে খেলার পূর্ণ সুবিধা ভোগ করে প্রথমার্ধের স্টপেজ টাইমে দুই মিনিটের মধ্যে ম্যাথিয়াস পেরেইরার দুই গোলে এগিয়ে যায় সফরকারী দল। গোলরক্ষক জনস্টোনের লম্বা কিক থেকে কার্ট জুমা বল ধরতে ব্যর্থ হলে পেরেইরা সহজেই তাঁর থেকে লব করে এগিয়ে আসা এডুয়ার্ড মেন্ডিকে পরাস্ত করেন। দুই মিনিট পরে চেল্সি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় মাত্র ১০ গজ দুর থেকে মেন্ডিকে কাটিয়ে বল জালে জড়ান পেরেইরা। জেম্সের ক্রস থেকে চেল্সি প্রায় সমতা ফিরিয়ে এনেছিল, কিন্তু মার্কোস আলোন্সোর শট পোস্টে লেগে ফেরত আসে।

৬৩ মিনিটে আরও পিছিয়ে পড়ে চেল্সি। ডার্নেল ফুরলংয়ের ক্রস থেকে রবিনসন দুর্দান্ত ভলিতে মেন্ডিকে পরাস্ত করেন। পাঁচ মিনিট পরে অনেকটাই বিধ্বস্ত চেল্সির উপর আবারো চেপে বসে ওয়েস্ট ব্রম। ডিয়াগনের গোলে এবার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১। ৭১ মিনিটে টিমো ওয়ার্নারের পাস থেকে পোস্টের খুব কাছে থেকে ব্যবধান কমান ম্যাসন মাউন্ট। কিন্তু স্টপেজ টাইমে রবিনসনের দারুণ ফিনিশিংয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্ট ব্রম।

গত ১০ লিগ ম্যাচে এই প্রথম পরাজয়ের স্বাদ পেলো ব্লুজরা। ৫১ পয়েন্ট নিয়ে ক্লাবটি এখনো টেবিলের চতুর্থ স্থানটি ধরে রাখলেও রোববার ও সোমবার টটেনহ্যাম ও ওয়েস্ট হ্যাম নিজ নিজ ম্যাচে জিততে পারলে চেল্সিকে টপকে যেতে পারে।

২০১১ সালে আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর এই প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচে পাঁচ গোল হজম করলো চেল্সি। বুধবার পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রস্তুতিতে বড় ধাক্কা লাগলো ব্লুজদের। তলানির থেকে দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ব্রম ১৯৭৮ সালের পরে লিগে প্রথমবারের মতো চেল্সিকে পরাজিত করলো। এর মাধ্যমে রেলিগেশন থেকে রক্ষা পাওয়ার আশা টিকে রইলো ব্রমের। স্যাম অলড্রিচের দল এখনো রেলিগেশন খরা থেকে রক্ষা পেতে সাত পয়েন্ট দূরে রয়েছে, হাতে রয়েছে আট ম্যাচ।

Loading...