loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ভিয়েতনামে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ


ভিয়েতনামে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

ভিয়েতনামে কোভিড-১৯ মহামারি ‘সফলভাবে’ মোকাবেলার নেপথ্য নায়ক নগুয়েন সুয়ান ফুক সোমবার রাজধানী হ্যানয়ে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ফুক (৬৬) গত পাঁচ বছর ভিয়েতনামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ-সময় দেশটির অর্থনীতি চাঙা হয়েছে এবং করোনা মোকাবেলায় সরকারের গৃহীত কর্মসূচি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সোমবার (৫ এপ্রিল) ৫০০ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদে গোপন ভোট অনুষ্ঠিত হয়। ফুক সর্বোচ্চ ভোট পান। একে তাঁর প্রাপ্য পুরস্কার হিসেবে উল্লেখ করেছেন ভিয়েতনামের একজন রাজনৈতিক বিশেষজ্ঞ।

ফুক প্রেসিডেন্টের জন্য মনোনীত একমাত্র ব্যক্তি ছিলেন। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া থ্রং পদত্যাগ করেন।

শপথ গ্রহণ শেষে ফুক জাতির উদ্দেশ্যে বলেন, তিনি খুব ভাগ্যবান ও সম্মানিত বোধ করছেন। তিনি সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নতুন কাউকে নিয়োগ দেবেন।

Loading...