loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে পিএসজি’র জয়


চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে পিএসজি’র জয়

ম্যাচের প্রথম ৩০ মিনিটে দুই গোলে এগিয়ে গেলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুটিতেই অবদান রাখলেন নেইমার। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী বায়ার্ন মিউনিখ হাল ছাড়েনি; ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছিল। যাহােক, রোমাঞ্চকর এই লড়াইয়ে ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপে। তাঁর দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে প্রতিযোগিতার সেমিফাইনালের পথে এগিয়ে গেলো প্যারিসিয়ানরা।

বুধবার (৭ এপ্রিল) রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে হেরে গেছে জার্মানির বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে লিগ ওয়ান-এর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। সফরকারী দলের হয়ে নজরকাড়া নৈপুণ্য দেখিয়েছেন ফরাসি স্ট্রাইকার এমবাপে ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। কৃতিত্ব প্রাপ্য কোস্টারিকান গোলরক্ষক কেইলার নাভাসেরও; কেননা, দশটি সেইভ করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন। ষষ্ঠবারের মতো ইউরোপের সেরা ক্লাব হওয়ার উল্লাস করেছিলেন তাঁরা। অন্যদিকে, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল পিএসজি’র। সেই যন্ত্রণার প্রতিশোধ নেওয়ার অভিযানের প্রথম পর্বটা সফলতার সঙ্গে শেষ করেছে মরিসিও পচেত্তিনোর দল।

আঘাত পাওয়া তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কির অভাব এদিন ভালোই টের পেয়েছে বায়ার্ন। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে ৩১টি শট নেয় দলটি, যার মধ্যে ১২টি লক্ষ্যে থাকলেও পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। অন্যদিকে, পিএসজি’র ছয়টি শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বায়ার্ন। লুকাস হার্নান্দেজের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন নাভাস। পরের মিনিটে বড় বাঁচা বেঁচে যায় পিএসজি। এরিক-ম্যাক্সিম চুপো মোটিংয়ের হেড বাধা পায় ক্রসবারে। উল্টো পাল্টা আক্রমণে কিছুক্ষণ পরই এগিয়ে যায় অতিথি দল। নেইমারের পাসে লক্ষ্যভেদ করেন এমবাপে। গোল হজমে দায় আছে বাভারিয়ানদের গোলরক্ষক মানুয়েল নয়্যারের। বল তাঁর বরাবর থাকলেও তিনি রুখতে পারেননি।

নবম মিনিটে দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন টমাস মুলার। তিন মিনিট পর ইউলিয়ান ড্রাক্সলার নিশানা ভেদ করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ঊনবিংশ মিনিটে নাভাসের দৃঢ়তায় জাল অক্ষত থাকে পিএসজি’র। জশুয়া কিমিচের ফ্রি-কিকে লিয়ন গোরেটস্কার হেড অসামান্য দক্ষতায় ঠেকান তিনি। পরের মিনিটে ঝাঁপিয়ে পড়ে বেঞ্জামিন পাভার্দকেও হতাশ করেন তিনি।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। নেইমার মাঝমাঠের কিছুটা সামনে থেকে উঁচু করে দেন অসাধারণ এক পাস, তাতে এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের রক্ষণভাগ। অরক্ষিত মার্কুইনোস একা পেয়ে যান নয়্যারকে; ফলে, অনায়াসেই কাজ সারেন তিনি। 

নয় মিনিট পরে ব্যবধান কমায় বায়ার্ন। পাভার্দের ক্রসে মাথা ছুঁইয়ে সাবেক ক্লাবের জালে বল পাঠান চুপো মোটিং।

বিরতির পরেও আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ৫২তম মিনিটে নেইমারকে গোলবঞ্চিত করেন নয়্যার। পরের মিনিটে ডেভিড আলাবা ও পাভার্দের দুটি প্রচেষ্টা ভেস্তে দেন নাভাস। সমতায় ফিরতে মরিয়া বায়ার্ন গোল পায় ৬০তম মিনিটে। কিমিচের আরেকটি ফ্রি-কিকে হেড করে লক্ষ্যভেদ করেন মুলার।

বায়ার্নের এই স্বস্তি বেশিক্ষণ ছিল না। আট মিনিট পরেই ফের লিড নেয় পিএসজি। অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপে। এরপর দেখান পায়ের কারুকাজ। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নেন নিখুঁত গড়ানো শট। নয়্যারের নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া তেমন কিছুই করার ছিল না। বাকি সময়ে চাপ বাড়িয়েও সমতায় ফেরা হয়নি বায়ার্নের। শেষদিকে হার্নান্দেজের শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। আলাবার শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে অল্পের জন্য।

আগামী মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে পিএসজি’র মাঠে খেলবে বায়ার্ন। প্রতিযোগিতায় টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ রয়েছে দলটির সামনে। অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে তিন গোল করে জেতায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ফ্রান্সের ক্লাবটি।

Loading...