loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ড্র করেও ফের পয়েন্ট তালিকার শীর্ষে অ্যাটলেটিকো


ড্র করেও ফের পয়েন্ট তালিকার শীর্ষে অ্যাটলেটিকো

লা লিগায় রোববার (১১ এপ্রিল) ফের তালিকার শীর্ষে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্লাবটি এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে।

সর্বোচ্চ গোলদাতা (১৯ গোল) লুইস সুয়ারেজকে বাইরে রেখেও পঞ্চম মিনিটের গোলে এগিয়ে যান দিয়াগো সিমিওনের শিষ্যরা। এই সময় গোল মুখের জটলা থেকে বল ফাঁকা জালে জড়িয়ে দেন বেলজিয়ান আন্তর্জাতিক ইয়ানিক ক্যারাসকো।

তবে, ১৫ মিনিট পরেই গোলটি পরিশোধ করে সমতায় ফিরে আসে তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা বেতিস। অ্যালেক্স মোরিনোর ক্রসের বল ডি বক্সে পেয়ে লক্ষ্য ভেদ করেন ক্রিস্টিয়ান টেলো।

গত শনিবার অনুষ্ঠিত এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠেছিল রিয়াল মাদ্রিদ। ফলে, ডিসেম্বরের পর প্রথমবারের মতো লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থান হারিয়েছিল অ্যাটলেটিকো।

বর্তমানে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ফিরেছেন সিমিওনের শিষ্যরা। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তালিকার তৃতীয় অবস্থানধারী ক্যাটালান ক্লাব বার্সেলোনার সংগ্রহ ৬৫ পয়েন্ট। ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সেভিয়া।

রোববারের পয়েন্ট ভাগাভাগিতে দুই দলের হয়েই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন গোলরক্ষকদ্বয়। ক্লদিও ব্রাভো অসাধারণ দক্ষতায় রুখে দিয়েছেন সাউল নিগুয়েজের ১৪ মিনিটের হেডের বল এবং অ্যাঞ্জেল কোরেয়ার শেষ মিনিটের আক্রমণ। অন্যদিকে, প্রতিপক্ষ গোলরক্ষক জ্যান অবলাক প্রতিহত করেছেন এমারসন ও দিয়াগো লেইনেজের প্রচেষ্টা। 

শীর্ষে ফেরার পরও অ্যাটলেটিকোর কোচ সিমিওনের মনে ফের ছড়িয়ে পড়তে শুরু করেছে ইনজুরি আতঙ্ক। বেতিসের ডিফেন্ডার আইসা মেন্ডিকে প্রতিহত করতে গিয়ে গোড়ালির আঘাতে পড়েছেন জোয়াও ফেলিক্স। ম্যাচের শেষভাগে পিঠের ব্যথায় মাঠ ছাড়তে হয়েছে ইংলিশম্যান কেইরান ট্রিপিয়ারকে। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন সিম ভরসারিকো। চোটের কারণে ইতোমধ্যে লুইস সুয়ারেজ, মার্কাস লরেটে, মুসা ডেম্বেলে ও জিওফ্রে কন্ডকবিয়াকে হারিয়েছেন সিমিওনে।

রোববার অনুষ্ঠিত লা লিগার অন্যান্য ম্যাচে ওসাসুনা ২-১ গোলে ভিয়ারিয়ালকে এবং গ্রানাডা ২-১ গোলে ভায়াদোলিদকে পরাজিত করেছে। এছাড়া ২-২ গোলে ড্র হয়েছে ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের মধ্যকার ম্যাচটি।

Loading...