loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো


দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৪ ও নারী ৩০ জন। গতকাল এ-পর্যন্ত সর্বোচ্চ-সংখ্যক ৯৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা-মহামারিতে মৃত্যুবরণ করলেন ১০,০৮১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। গত ৯ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১.৪২ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সব তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৯,৯৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪,১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৪,৮২৫ জনের নমুনা পরীক্ষায় ৫,১৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০.৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ-পর্যন্ত মোট ৫১ লাখ ১৫ হাজার ৫৭২ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৮ লাখ ১১ হাজার ৪১২টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৪ হাজার ১৬০টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৮৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩.৮০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় সুস্থ হয়েছেন ৫,৯১৫ জন। এর আগের দিন সুস্থ হয়েছিলেন ৫,১৮৫ জন। দেশে এ-পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.৪৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৪.০৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮,৭৭০ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪,৯৯৫ জনের। 

গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৮৬টি ও বেসরকারি ৭১টিসহ ২৫৭টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৯,৯৫৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪,৮২৫ জনের।

Loading...