loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

দেশে করোনায় একদিনে ১০১ জনের মৃত্যু


দেশে করোনায় একদিনে ১০১ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯ রোগ) গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ-সংখ্যক ১০১ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৩৪ জন। গতকাল ৯৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা-মহামারিতে মৃত্যুবরণ করলেন ১০,১৮২ জন। করোনা-শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।

আজ মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন এবং ষাটোর্ধ বয়সের ৬৩ জন রয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৮,৯০৬ জনের নমুনা পরীক্ষায় ৪,৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৯,৯৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪,১৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.৩৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ২১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ-পর্যন্ত মোট ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৮ লাখ ২৪ হাজার ২৩৯টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ১০ হাজার ২৩৯টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৮৬ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩.৮৩ শতাংশ।

দেশে করোনা-আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার মানুষের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫,৬৯৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫,৯১৫ জন। দেশে এ-পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.৭০ শতাংশ। এর আগের দিনএই হার ছিল ৮৪.৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮,৭০৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৮,৭৭০ জনের। 

গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৮৬টি ও বেসরকারি ৭১টিসহ ২৫৭টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৮,৯০৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৯,৯৫৯ জনের।

Loading...