loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

দেশে আবারও করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, এবার ১১২ জন


দেশে আবারও করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, এবার ১১২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ-সংখ্যক মৃত্যু। এর আগে গতকাল ১০২ ও গত পরশু ১০১ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০,৪৯৭ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪,২৭১ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ২৩ হাজার ২২১ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪,১৫২টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৪,২৭১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৬৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১১২ জনের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৭ জন নারী। তাঁদের মধ্যে ১০ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৬৪ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬,৩৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন। সব মিলিয়ে এ-পর্যন্ত ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫.৯১ শতাংশ ও মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যা সংখ্যা ৯৪০। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ২০৬টি। এখন পর্যন্ত সারাদেশে ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে, এবং ১৩ লাখ ৬৬ হাজার ৬০৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

Loading...