loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

কবি শঙ্খ ঘোষ আর নেই


কবি শঙ্খ ঘোষ আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কবির পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে এ-তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর থাকার পরে গত ১৩ এপ্রিল করোনা পরীক্ষার জন্যে কবি শঙ্খ ঘোষের নমুনা দেওয়া হয়। ১৪ এপ্রিল পাওয়া ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন। বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।

গত জানুয়ারি থেকে কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

শঙ্খ ঘোষ এর আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তাঁর পিতা মনীন্দ্রকুমার ঘোষ ও মাতা অমলা ঘোষ। ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বর্তমান চাঁদপুর জেলায় তাঁর জন্ম। বংশানুক্রমিকভাবে পৈত্রিক বাড়ি বরিশালের বানারিপাড়ায়। অবশ্য, শঙ্খ ঘোষ বড় হয়েছেন পাবনায়। পিতার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন তিনি।

সাহিত্যজীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্খ ঘোষ। ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’ কাব্যের জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘সাহিত্য আকাদেমি’ পুরস্কার পান। ১৯৯৯ সালে কন্নড় ভাষা থেকে বাংলায় ‘রক্তকল্যাণ’ নাটকটি অনুবাদ করে ফের সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। এছাড়াও, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। ২০১১ সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করে ভারত সরকার।

Loading...