loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

দেশে গত ২৪ ঘন্টায় করোনা-সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা


দেশে গত ২৪ ঘন্টায় করোনা-সংক্রমণ কমেছে, বেড়েছে সুস্থতা

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় ২৭,৪২৯ জনের নমুনা পরীক্ষায় ৪,০১৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৬৬ জন কম সংক্রমিত হয়েছে। গতকাল ২৮,৪০৮ জনের নমুনা পরীক্ষায় ৪,২৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪.৬৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫.০৭ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ০.৪৪ শতাংশ কম। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ-পর্যন্ত মোট ৫২ লাখ ৭৭ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৯ লাখ ১৫ হাজার ৯৭৯টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৬১ হাজার ১৩৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩.৯৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা-আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭,২৬৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭,০৭২ জন। গতকালের চেয়ে আজ ১৯৪ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ-পর্যন্ত সুস্থ হলেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭.২৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৬.৭৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার ০.৫১ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৯৮ জন। এর মধ্যে পুরুষ ৬২ ও নারী ৩৬ জন। গতকাল ৯৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে কোভিড-১৯ মহামারিতে মৃত্যুবরণ করলেন ১০,৭৮১ জন। করোনা-শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭,৭৮৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৮,৫৬১ জনের। 

গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ২৭৭টি ও বেসরকারি ৭২টিসহ ৩৪৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৭,৪২৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৮,৪০৮ জনের।

Loading...