loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়


বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

ইউরোপিয় সুপার লিগ ভেস্তে যাওয়ার পথে থাকলেও বুধবার (২১ এপ্রিল) লা লিগায় ঠিকই জয় তুলে নিয়েছে তথাকথিত ওই সুপার লিগের অন্যতম প্রতিষ্ঠাতা ক্লাব রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার দুই গোলে কাডিজকে ৩-০ গোলে পরাজিত করেছে ‘লা গ্যালাক্টিকোসরা’। এই জয়ে শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদকে চাপের মধ্যে ফেলে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রথমার্ধের শেষভাগে মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল আদায়ের মাধ্যমে ম্যাচটিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করে রিয়াল মাদ্রিদ। এই জয়ে হেড টু হেডে অ্যাটলেটিকোকে টপকে তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল। পরের ম্যাচে হুয়েস্কার মোকাবেলা করবে দিয়াগো সিমিওনের শিষ্যরা।

রেমন ডি কারাঞ্জা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে করিম বেনজেমা নিজে দুই গোল করার পাশাপাশি অপর গোলটি করতেও সহায়তা করেছেন সতীর্থ আলভারো ওদ্রিওজোলাকে। বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাতা রিয়াল মাদ্রিদের চেয়ারম্যান এখনো তাঁর অবস্থান থেকে সরে আসেননি বলে সংবাদে প্রকাশ। ১২ দলের জোট থেকে ১০টি ক্লাবই সরে দাঁড়িয়েছে। অবশিষ্ট আছে দুই ক্লাব। এমন এক পরিস্থিতিতে গতকাল রাতে ম্যাচ খেলতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ।

মাঠে নামার আগে অনুশীলনের সময় কাডিজের ফুটবলাররা জার্সির উপরে পরিহিতি এপ্রোনে লিখে রেখেছিল, ‘সুপার লিগ? ফুটবল সবার জন্য’। পয়েন্ট তালিকার ত্রয়োদশ অবস্থানে থাকা কাডিজ দীর্ঘ ১৫ বছর পর ফের শীর্ষ এই লিগে ফিরে এসেছে এবং দারুণ দক্ষতা দিয়ে দলটি অবনমন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে। তলানির দলগুলোর চেয়ে নয় পয়েন্টে এগিয়ে রয়েছে এই ক্লাবটি। শুধু তাই নয়, গত অক্টোবরে অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েও দিয়েছিল ক্লাবটি।

ট্রফি ছাড়াও মাদ্রিদ এখন টানা ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে। রোববার গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করলেও বুধবার দলটি ফের জয়ের ধারায় ফিরে এসেছে। নিষিদ্ধ থাকার কারণে ওই ম্যাচে অবশ্য কাসেমিরো ও নাচোকে পাননি জিদান। ইনজুরি সংকটে থাকা রিয়াল গতকাল অবশ্য তাঁদেরকে দলে ফিরিয়ে আনে। এমনকি মাদ্রিদের মধ্যভাগে খেলানো হয়েছে ২০ বছর বয়সি এন্টনিও ব্লাঙ্কোকে।

শুরুতে ছন্নছাড়া থাকলেও ক্রমেই সংঘবদ্ধ হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। যদিও গোলের দেখা পেতে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাঁদের। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ডি-বক্সে ভিনিসিয়াস জুনিয়র পেছন থেকে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের দ্বিতীয় গোলটি এসছে তিন মিনিট পরেই। বেনজেমার ক্রস থেকে বল পেয়ে দর্শনীয়ভাবে জালে জড়িয়ে দেন ওদ্রিওজোলা। সাত মিনিট পর কাসেমিরোর ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত হেডে দ্বিতীয় গোল করেন বেনজেমা। এতেই ৩-০ গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

বুধবার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে ওসাসুনা ৩-১ গোলে ভ্যালেন্সিয়াকে এবং সেভিয়া ১-০ গোলে লেভান্তেকে পরাজিত করেছে।

Loading...